ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ফিলিপীয় 4:11-17 কিতাবুল মোকাদ্দস (BACIB)

11. এই কথা আমি আমার অনটন সম্বন্ধে বলছি না, কেননা আমি যে অবস্থায় থাকি, তাতে সন্তুষ্ট থাকতে শিখেছি।

12. আমি অবনত হতে জানি, উপচয় ভোগ করতেও জানি; প্রত্যেক বিষয়ে ও সমস্ত বিষয়ে আমি তৃপ্ত বা ক্ষুধিত হতে এবং উপচয় বা অনটন ভোগ করতে শিক্ষা লাভ করেছি।

13. যিনি আমাকে শক্তি দেন তাঁর জন্য আমি সবই করতে পারি।

14. তবুও তোমরা আমার কষ্টের সহভাগী হয়ে ভালই করেছ।

15. হে ফিলিপীয়েরা, তোমরাও জান, ইঞ্জিল তবলিগের প্রথম লগ্নে, যখন আমি ম্যাসিডোনিয়া থেকে প্রস্থান করেছিলাম, তখন কোন মণ্ডলী দেনা-পাওনার বিষয়ে আমার সহভাগী হয় নি কেবল তোমরাই হয়েছিলে।

16. বাস্তবিক যখন আমি থিষলনীকীতে ছিলাম তখন তোমরা একবার, বরং দু’বার সাহায্য পাঠিয়ে আমার অভাব পূরণ করেছিলে।

17. আমি উপহার পাবার চেষ্টা করছি না, কিন্তু সেই ফলের চেষ্টা করছি যা তোমাদের পক্ষে অনেক লাভজনক হবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ফিলিপীয় 4