ওল্ড টেস্টামেন্ট

নববিধান

প্রেরিত 23:1-2 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. আর পৌল মহাসভার দিকে একদৃষ্টে চেয়ে বললেন, হে ভাইয়েরা, আজ পর্যন্ত আমি সর্ব বিষয়ে সৎবিবেকে আল্লাহ্‌র সম্মুখে জীবন যাপন করে আসছি।

2. তখন মহা-ইমাম অননিয়, যারা কাছে দাঁড়িয়েছিল, তাঁদেরকে হুকুম দিলেন, যেন পৌলের মুখে আঘাত করে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন প্রেরিত 23