ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গালাতীয় 1:1-2 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. পৌল এক জন প্রেরিত— মানুষের পক্ষ থেকে নয়, মানুষের দ্বারাও নয়, কিন্তু ঈসা মসীহের দ্বারা এবং যিনি মৃতদের মধ্য থেকে তাঁকে উত্থাপিত করেছেন সেই পিতা আল্লাহ্‌র দ্বারা নিযুক্ত—

2. এবং যে সকল ভাইয়েরা আমার সঙ্গে রয়েছে তারাও, গালাতিয়ার মণ্ডলীগুলোর সমীপে লিখছি।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গালাতীয় 1