ওল্ড টেস্টামেন্ট

নববিধান

কলসীয় 1:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. পৌল, আল্লাহ্‌র ইচ্ছায় মসীহ্‌ ঈসার প্রেরিত এবং ভাই তীমথি— কলসীতে যেসব পবিত্র লোক ও বিশ্বস্ত ভাই মসীহে আছেন, তাঁদের সমীপে।

2. আমাদের পিতা আল্লাহ্‌র রহমত ও শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক।

3. আমরা সব সময় তোমাদের জন্য মুনাজাতের সময় আমাদের ঈসা মসীহের পিতা আল্লাহ্‌র শুকরিয়া করছি;

সম্পূর্ণ অধ্যায় পড়ুন কলসীয় 1