ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইয়াকুব 1:7-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. সেই ব্যক্তি যে প্রভুর কাছ থেকে কিছু পাবে, এমন আশা না করুক;

8. সে দ্বিমনা লোক, নিজের সকল পথে সে অস্থির।

9. যে ভাই অবনত, তাকে উন্নত করা হয়েছে বলে সে গর্ব করুক;

10. আর যে ভাই ধনবান, তাকে অবনত করা হয়েছে বলে সেও গর্ব করুক, কেননা সে ফুলের মতই ঝরে যাবে।

11. ফলত সূর্য যখন জ্বলন্ত তাপ নিয়ে উঠে তখন ঘাস শুকিয়ে যায়, তাতে তার ফুল ঝরে পড়ে এবং তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়; তেমনি ধনবানও তার জীবনের ব্যস্ততার মধ্যেই ম্লান হয়ে পড়বে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইয়াকুব 1