ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইবরানী 2:12-18 কিতাবুল মোকাদ্দস (BACIB)

12. তিনি বলেন,“আমি আমার ভাইদের কাছে তোমারনাম তবলিগ করবো,মণ্ডলীর মধ্যে তোমার প্রশংসা-গানকরব।”

13. আবার,“আমি তাঁরই উপরে ভরসা রাখব।”আবার,“দেখ, আমি ও সেই সন্তানেরা,যাদেরকে আল্লাহ্‌ আমায় দিয়েছেন।”

14. ভাল, সেই সন্তানেরা যখন রক্ত-মাংসের মানুষ, তখন তিনি নিজেও তেমনি রক্ত-মাংসের মানুষ হলেন; যেন মৃত্যু দ্বারা মৃত্যুর অধিপতিকে অর্থাৎ শয়তানকে শক্তিহীন করেন,

15. এবং যারা মৃত্যুর ভয়ে সারা জীবন গোলামির অধীন ছিল তাদেরকে উদ্ধার করেন।

16. কারণ তিনি তো ফেরেশতাদের সাহায্য করেন না, কিন্তু ইব্রাহিমের বংশের লোকদের সাহায্য করেন।

17. অতএব সমস্ত বিষয়ে তাঁর ভাইদের মত হওয়া তাঁর উচিত ছিল, যেন তিনি লোকদের গুনাহ্‌র কাফ্‌ফারা দেবার জন্য আল্লাহ্‌র এবাদতের কাজে দয়ালু ও বিশ্বস্ত মহা-ইমাম হন।

18. কেননা তিনি নিজে পরীক্ষিত হয়ে দুঃখ-ভোগ করেছেন বলে যারা পরীক্ষিত হয় তাদের সাহায্য করতে পারেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইবরানী 2