ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইউহোন্না 19:36-41 কিতাবুল মোকাদ্দস (BACIB)

36. কারণ এসব ঘটলো, যেন পাক-কিতাবের এই কালাম পূর্ণ হয়,“তাঁর একখানি অস্থিও ভাঙ্গা হবে না।”

37. আবার পাক-কিতাবের আর একটি কথা এই,“তারা যাঁকে বিদ্ধ করেছে,তাঁর প্রতি দৃষ্টিপাত করবে।”

38. এর পরে অরিমাথিয়ার ইউসুফ— যিনি ঈসার সাহাবী ছিলেন, কিন্তু ইহুদীদের ভয়ে গুপ্তভাবেই ছিলেন— তিনি পীলাতকে নিবেদন করলেন, যেন তিনি ঈসার লাশ নিয়ে যেতে পারেন। পীলাত অনুমতি দিলে পর তিনি এসে ঈসার লাশ নিয়ে গেলেন।

39. আর যিনি প্রথমে রাতের বেলায় তাঁর কাছে এসেছিলেন, সেই নীকদীমও গন্ধরসে মিশানো অনুমান পঞ্চাশ সের অগুরু নিয়ে আসলেন।

40. তখন তাঁরা ঈসার লাশ নিয়ে ইহুদীদের কবর দেবার রীতি অনুযায়ী ঐ সুগন্ধি দ্রব্যের সঙ্গে মসীনার কাপড় দিয়ে বাঁধলেন।

41. আর যে স্থানে তাঁকে ক্রুশে দেওয়া হয়, সেই স্থানে একটি বাগান ছিল, সেই বাগানের মধ্যে এমন একটি নতুন কবর ছিল, যার মধ্যে কাউকেও কখনও রাখা হয় নি।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইউহোন্না 19