ওল্ড টেস্টামেন্ট

নববিধান

২ শামুয়েল 22:9-15 কিতাবুল মোকাদ্দস (BACIB)

9. তাঁর নাসারন্ধ্র থেকে ধোঁয়া বের হল,তাঁর মুখনির্গত আগুন গ্রাস করলো;তা দ্বারা সমস্ত অঙ্গার প্রজ্বলিত হল।

10. তিনি আসমান নুইয়ে নামলেন,অন্ধকার তাঁর পদতলে ছিল;

11. তিনি কারুবীতে চড়ে উড়ে আসলেন হলেন,বায়ুর ডানায় ভর করে দর্শন দিলেন।

12. তিনি তাঁবুর মত তাঁর চতুর্দিকে অন্ধকার,বিপুল জলরাশি ও ঘন মেঘমালা স্থাপন করলেন।

13. তাঁর সম্মুখবর্তী তেজ থেকে জ্বলন্ত সমস্ত অঙ্গার প্রজ্বলিত হল।

14. মাবুদ আসমান থেকে বজ্রনাদ করলেন,সর্বশক্তিমান আল্লাহ্‌ তাঁর বাণী শোনালেন।

15. তিনি তীর মারলেন, তাদের ছিন্নভিন্ন করলেন,বজ্র দ্বারা তাদের উদ্বিগ্ন করলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ২ শামুয়েল 22