ওল্ড টেস্টামেন্ট

নববিধান

২ শামুয়েল 22:36-41 কিতাবুল মোকাদ্দস (BACIB)

36. তুমি আমাকে তোমার উদ্ধারকারী ঢাল দিয়েছ,তোমার কোমলতা আমাকে মহান করেছে।

37. তুমি আমার নিচে পাদসঞ্চারের স্থান প্রশস্ত করেছ,আর আমার পা বিচলিত হয় নি।

38. আমি আমার দুশমনদের পিছনে দৌড়ে তাদের বিনষ্ট করেছি,সংহার না করে ফিরে আসি নি।

39. আমি তাদের সংহার করে চূর্ণ করেছি,তাই তারা উঠতে পারে না, তারা আমার পায়ের তলায় পড়েছে।

40. কারণ তুমি যুদ্ধ করবার শক্তি দিয়ে আমার কোমরবন্ধনী পরিয়ে দিয়েছ,যারা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে ছিল,তাদেরকে তুমি আমার অধীনে নত করেছ।

41. তুমি আমার দুশমনদের আমা থেকে ফিরিয়ে দিয়েছ;আমি আমার বিদ্বেষীদের সংহার করেছি।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ২ শামুয়েল 22