ওল্ড টেস্টামেন্ট

নববিধান

২ শামুয়েল 10:6-8 কিতাবুল মোকাদ্দস (BACIB)

6. অম্মোনীয়রা যখন দেখতে পেল যে, তারা দাউদের কাছে ঘৃণার পাত্র হয়েছে, তখন অম্মোনীয়রা লোক পাঠিয়ে বৈৎ-রহোবস্থ ও সোবাস্থিত অরামীয় বিশ হাজার পদাতিক, এক হাজার লোকসুদ্ধ মাখার বাদশাহ্‌ এবং টোবের বারো হাজার লোককে বেতন দিয়ে আনাল।

7. এই সংবাদ পেয়ে দাউদ যোয়াব ও বিক্রমশালী সমস্ত সৈন্যকে সেখানে প্রেরণ করলেন।

8. অম্মোনীয়রা বাইরে এসে নগর-দ্বারের প্রবেশস্থানে যুদ্ধের জন্য সৈন্য রচনা করলো এবং সোবার ও রহোবের অরামীয়েরা, আর টোবের ও মাখার লোকেরা মাঠে খোলা মাঠে রইল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ২ শামুয়েল 10