ওল্ড টেস্টামেন্ট

নববিধান

২ বাদশাহ্‌নামা 7:10-16 কিতাবুল মোকাদ্দস (BACIB)

10. পরে তারা গিয়ে নগরের দ্বার-রক্ষকদেরকে ডেকে তাদেরকে সংবাদ দিল যে, আমরা অরামীয়দের শিবিরে গিয়েছিলাম; আর দেখ, সেখানে কেউ নেই, মানুষের শব্দও নেই, কেবল ঘোড়াগুলো ও গাধাগুলো বাঁধা, আর সমস্ত তাঁবু যেমন ছিল, তেমনি আছে।

11. তাতে দ্বারপালদেরকে ডাকা হলে তারা ভিতরে রাজপ্রাসাদে সংবাদ দিল।

12. পরে বাদশাহ্‌ রাত্রে উঠে তাঁর গোলামদেরকে বললেন, অরামীয়েরা আমাদের প্রতি যা করেছে, তা আমি তোমাদেরকে বলি, তারা জানে, আমরা ক্ষুধার্ত, তাই তারা মাঠে লুকিয়ে থাকবার জন্য শিবির থেকে বাইরে গেছে, আর বলেছে, ওরা যখন নগর থেকে বাইরে আসবে, তখন আমরা ওদেরকে জীবন্ত ধরবো ও নগরের মধ্যে প্রবেশ করবো।

13. তখন তাঁর গোলামদের মধ্যে এক জন জবাবে বললো, তবে আরজ করি, নগরে যা অবশিষ্ট আছে, কয়েক জন সেই অবশিষ্ট ঘোড়াগুলোর মধ্যে পাঁচটা ঘোড়া গ্রহণ করুক— দেখুন, তারা এবং নগরের অবশিষ্ট ইসরাইলের সমস্ত লোক, এই দুই সমান; দেখুন, তারা এবং ধ্বংস হয়ে যাওয়া ইসরাইলের সমস্ত লোক, এই দুই সমান— আমরা একবার পাঠিয়ে দেখি।

14. পরে তারা ঘোড়াযুক্ত দু’টি রথ নিল; বাদশাহ্‌ তাদেরকে অরামীয়দের সৈন্যের পিছনে পাঠালেন, বললেন, যাও গিয়ে দেখ।

15. তাতে তারা জর্ডান পর্যন্ত ওদের পিছনে পিছনে গেল। আর দেখ, অরামীয়েরা তাড়াহুড়া করে যা যা ফেলে গিয়েছিল, সেসব কাপড় ও পাত্রে সমস্ত পথ পরিপূর্ণ। তখন দূতেরা ফিরে এসে বাদশাহ্‌কে সংবাদ দিল।

16. আর লোকেরা বাইরে গিয়ে অরামীয়দের শিবির লুট করলো; তাতে মাবুদের কালাম অনুসারে শেকলে এক পসুরী সুজি এবং শেকলে দুই পসুরী যব বিক্রি হল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ২ বাদশাহ্‌নামা 7