ওল্ড টেস্টামেন্ট

নববিধান

২ বাদশাহ্‌নামা 7:1-6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. আল-ইয়াসা বললেন, তোমরা মাবুদের কালাম শোন; মাবুদ এই কথা বলেন, আগামীকাল এই বেলায় সামেরিয়ার দ্বারে শেকলে এক পসুরী সুজি ও শেকলে দুই পসুরী যব বিক্রি হবে।

2. তখন বাদশাহ্‌ যে সেনানীর হাতের উপর ভর দিয়েছিলেন, তিনি আল্লাহ্‌র লোককে জবাবে বললেন, দেখুন, যদি মাবুদ আসমানে জানালাও তৈরি করেন, তবুও কি এমন হতে পারবে? জবাবে তিনি বললেন, দেখ, তুমি স্বচক্ষে তা দেখবে, কিন্তু তার কিছুই খেতে পাবে না।

3. সেই সময়ে নগর-দ্বারের প্রবেশ-স্থানে চার জন কুষ্ঠরোগী ছিল। তারা পরস্পর বললো, ‘আমরা এখানে বসে বসে কেন মরবো?’

4. যদি বলি, নগরে প্রবেশ করবো, তবে নগরের মধ্যে দুর্ভিক্ষ আছে, সেখানে মরবো; আর যদি এখানে বসে থাকি, তবু মরবো। এখন এসো, আমরা অরামীয়দের শিবিরে গিয়ে পড়ি; তারা আমাদেরকে বাঁচায় তো বাঁচবো, মেরে ফেলে তো মরবো।

5. তখন তারা অরামীয়দের শিবিরে যাবার জন্য সন্ধ্যাবেলা উঠলো; যখন তারা অরামীয়দের শিবিরের প্রান্তভাগে উপস্থিত হল, তখন দেখলো সেখানে কেউ নেই।

6. কেননা প্রভু অরামীয়দের সৈন্যদলকে রথের আওয়াজ ও ঘোড়ার আওয়াজ, বড় সৈন্যদলের আওয়াজ শুনিয়ে ছিলেন; তাতে তারা একে অন্যকে বলেছিল, দেখ ইসরাইলের বাদশাহ্‌ আমাদের বিরুদ্ধে হিট্টিয়দের বাদশাহ্‌দের ও মিসরীয়দের বাদশাহ্‌দেরকে টাকা দিয়েছে, যেন তারা আমাদের আক্রমণ করে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ২ বাদশাহ্‌নামা 7