ওল্ড টেস্টামেন্ট

নববিধান

২ বাদশাহ্‌নামা 21:17-19 কিতাবুল মোকাদ্দস (BACIB)

17. মানশার অবশিষ্ট কাজের বৃত্তান্ত, সমস্ত কাজের বিবরণ ও তাঁর কৃত গুনাহ্‌ কি এহুদা-বাদশাহ্‌দের ইতিহাস-পুস্তকে লেখা নেই?

18. পরে মানশা তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রাগত হলেন এবং তাঁর বাড়ির বাগানে, উষের বাগানে তাঁকে দাফন করা হল; আর তাঁর পুত্র আমোন তাঁর পদে বাদশাহ্‌ হলেন।

19. আমোন বাইশ বছর বয়সে রাজত্ব করতে আরম্ভ করেন এবং জেরুশালেমে দু’বছর কাল রাজত্ব করেন; তাঁর মায়ের নাম মশুল্লেমৎ, তিনি ষট্‌বাস্থ হারুষের কন্যা।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ২ বাদশাহ্‌নামা 21