ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ শামুয়েল 2:3-21 কিতাবুল মোকাদ্দস (BACIB)

3. তোমরা এমন মহা গর্বের কথা আর বলো না,তোমাদের মুখ থেকে অহংকারের কথা বের না হোক;কেননা মাবুদ জ্ঞানের আল্লাহ্‌,তাঁর দ্বারা সমস্ত কাজ তুলাতে পরিমিত হয়।

4. শক্তিশালীদের ধনুক ভগ্ন হল,যাদের স্খলন হয়েছে তারা শক্তিশালী হয়ে উঠে দাঁড়িয়েছে।

5. যারা পরিতৃপ্ত ছিল তারা খাদ্যের জন্য শ্রমজীবী মজুর হল,যারা ক্ষুধিত ছিল তারা বিশ্রাম লাভ করলো;এমন কি, বন্ধ্যা স্ত্রী সাতটি পুত্র প্রসব করলো,আর বহুপুত্রের মা ক্ষীণা হল।

6. মাবুদ মারেন ও বাঁচান,তিনি পাতালে নামান ও ঊর্ধ্বে তোলেন।

7. মাবুদ দরিদ্র করেন ও ধনী করেন,তিনি নত করেন ও উন্নত করেন।

8. তিনি ধূলি থেকে দীনহীনকে তোলেন,সারের ঢিবি থেকে দরিদ্রকে উঠান,কুলীনদের সঙ্গে বসিয়ে দেন,মহিমা-সিংহাসনের অধিকারী করেন।কেননা দুনিয়ার সমস্ত স্তম্ভ মাবুদের;তিনি সেই সবের উপরে দুনিয়া স্থাপন করেছেন।

9. তিনি তাঁর বিশ্বস্তদের চরণ রক্ষা করবেন,কিন্তু দুষ্টদেরকে অন্ধকারে স্তব্ধ করা হবে;কেননা শক্তিতে কোন মানুষ জয়ী হবে না।

10. মাবুদের সঙ্গে বিবাদকারীরা চুরমার হয়ে যাবে;তিনি বেহেশতে থেকে তাদের উপরে বজ্রনাদ করবেন;মাবুদ দুনিয়ার প্রান্ত পর্যন্ত শাসন করবেন,তিনি তাঁর বাদশাহ্‌কে বল দেবেন,তাঁর অভিষিক্ত ব্যক্তির মাথা উন্নত করবেন।

11. পরে ইল্‌কানা রামায় তাঁর বাড়িতে গেলেন। আর বালকটি আলী ইমামের সম্মুখে মাবুদের পরিচর্যা করতে লাগলেন।

12. আলীর দুই পুত্র পাষণ্ড ছিল, তারা মাবুদকে জানত না।

13. বাস্তবিক ঐ ইমামেরা লোকদের সঙ্গে এরকম ব্যবহার করতো; কেউ কোরবানী করলে যখন তার গোশ্‌ত সিদ্ধ করা হত, তখন ইমামের ভৃত্য তিন কাঁটাযুক্ত শূল হাতে করে আসত;

14. এবং বাটিতে কিংবা হাঁড়িতে কিংবা কড়াইতে কিংবা পাত্রে তা মারত; আর সেই শূলে যা উঠতো, তা সকলই ইমাম শূলে করে নিয়ে যেত; ইসরাইলের যত লোক শীলোতে আসত, তাদের প্রত্যেকের প্রতি তারা এরকম ব্যবহার করতো।

15. আবার চর্বি না পোড়াতেই ইমামের ভৃত্য এসে যজমানকে বলতো, ইমামকে শূল্য গোশ্‌ত দাও; সে তোমা থেকে সিদ্ধ গোশ্‌ত নেবে না, কাঁচাই নেবে।

16. আর ঐ ব্যক্তি যখন বলতো, প্রথমে চর্বি পুড়িয়ে দিতে হবে, তারপর তোমার প্রাণের অভিলাষ অনুসারে গ্রহণ করো, তখন সে জবাবে বলতো, না, এখনই দাও, নতুবা কেড়ে নেব।

17. এভাবে মাবুদের সাক্ষাতে ঐ যুবকদের গুনাহ্‌ অতিশয় ভারী হল, কেননা তারা মাবুদের নৈবেদ্য অবজ্ঞা করতো।

18. কিন্তু বালক শিশুপুত্র শামুয়েল মসীনা-সূতার এফোদ পরে মাবুদের সম্মুখে পরিচর্যা করতেন।

19. আর তাঁর মা প্রতি বছর এক একখানি ছোট পোশাক প্রস্তুত করে স্বামীর সঙ্গে বার্ষিক কোরবানী করার জন্য আসার সময়ে তা এনে তাঁকে দিতেন।

20. আর আলী ইল্‌কানা ও তাঁর স্ত্রীকে এই দোয়া করলেন, মাবুদকে যা দেওয়া হয়েছিল, তার পরিবর্তে তিনি এই স্ত্রী থেকে তোমাকে আরও সন্তান দিন।

21. পরে তাঁরা স্বস্থানে প্রস্থান করলেন। আর মাবুদ হান্নাকে দোয়া করলেন; তাতে তিনি গর্ভবতী হলেন, আর তিনি তিন পুত্র ও দুই কন্যা প্রসব করলেন। ইতোমধ্যে বালক শামুয়েল মাবুদের সাক্ষাতে বেড়ে উঠতে লাগলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ শামুয়েল 2