ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ বাদশাহ্‌নামা 7:32-34 কিতাবুল মোকাদ্দস (BACIB)

32. আর পাটার নিচে চারটি চাকা; ঐ চাকার আল পীঠের সঙ্গে সংযুক্ত; তার প্রত্যেক চাকা দেড় হাত উঁচু।

33. আর চাকাগুলোর গঠন রথের চাকার গঠনের মত এবং আল, নেমি, আড়া ও সমস্ত নাভি ছাঁচে ঢালা ছিল।

34. আর প্রত্যেক পীঠের চার কোণে স্থাপিত চার অবলম্বন ছিল; সেই অবলম্বন মূল পীঠের সঙ্গে নির্মিত ছিল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ বাদশাহ্‌নামা 7