ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ বাদশাহ্‌নামা 20:40-43 কিতাবুল মোকাদ্দস (BACIB)

40. কিন্তু আপনার গোলাম আমি এদিকে ওদিকে ব্যস্ত ছিলাম, ইতোমধ্যে সে কোথায় চলে গেল। তখন ইসরাইলের বাদশাহ্‌ তাকে বললেন, ঐরূপই তোমার বিচার হবে; তুমি নিজেই তা স্থির করলে।

41. পরে সে শীঘ্র তাঁর চোখের উপর থেকে পাগড়ীটি উঠিয়ে নিল, তাতে ইসরাইলের বাদশাহ্‌ চিনতে পারলেন যে, সে নবীদের মধ্যে এক জন।

42. পরে সে তাঁকে বললো, মাবুদ এই কথা বলেন, আমি যে ব্যক্তিকে বিনাশের জন্য বর্জন করেছিলাম, তাকে তুমি তোমার হাত থেকে ছেড়ে দিয়েছ; এজন্য তার প্রাণের পরিবর্তে তোমার প্রাণ ও তার লোকের পরিবর্তে তোমার লোক বিনষ্ট হবে।

43. তখন ইসরাইলের বাদশাহ্‌ বিষণ্ন ও রুষ্ট হয়ে বাড়িতে গেলেন, পরে সামেরিয়াতে উপস্থিত হলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ বাদশাহ্‌নামা 20