ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ বাদশাহ্‌নামা 16:1-17 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. পরে হনানির পুত্র যেহূর কাছে বাশার বিরুদ্ধে মাবুদের এই অভিযোগ উত্থাপিত হল,

2. আমি তোমাকে ধূলির মধ্য থেকে উঠালাম ও আমার লোক ইসরাইলের নেতা করলাম, কিন্তু তুমি ইয়ারাবিমের পথে চলেছ, আমার লোক ইসরাইলকে গুনাহ্‌ করিয়ে তাদের গুনাহ্‌ দ্বারা আমাকে অসন্তুষ্ট করেছে।

3. দেখ, আমি বাশা ও তার কুলকে মুছে ফেলব এবং তোমার কুলকে নবাটের পুত্র ইয়ারাবিমের কুলের সমান করবো।

4. বাশার যে কেউ নগরে ইন্তেকাল করবে, কুকুরেরা তাকে খাবে এবং যার মাঠে মৃত্যু হবে, আসমানের পাখিরা তাকে খাবে।

5. বাশার অবশিষ্ট বৃত্তান্ত, তাঁর কর্মবিবরণ ও বিক্রমের কাজ কি ইসরাইলের বাদশাহ্‌দের ইতিহাস-পুস্তকে লেখা নেই?

6. পরে বাশা তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রাগত হলেন ও তির্সাতে তাঁকে দাফন করা হল এবং তাঁর পুত্র এলা তাঁর পদে বাদশাহ্‌ হলেন।

7. আবার হনানির পুত্র যেহূ নবী দ্বারা বাশার ও তাঁর কুলের বিরুদ্ধে মাবুদের কালাম উপস্থিত হয়েছিল, তার কারণ একে তো বাশা মাবুদের সাক্ষাতে তাঁর কৃত যেসব দুষ্কর্ম দ্বারা তাঁকে অসন্তুষ্ট করেছিলেন, সেই সবের দ্বারা ইয়ারাবিমের কুলের সমান হয়েছিলেন, আবার সেই কুলকে আঘাত করেছিলেন।

8. এহুদার বাদশাহ্‌ আসার ষড়বিংশ বছরে বাশার পুত্র এলা তির্সাতে ইসরাইলের উপর রাজত্ব করতে আরম্ভ করে দু’বছর রাজত্ব করেন।

9. পরে তাঁর অর্ধসংখ্যক রথের নেতা সিম্রি নামে তাঁর গোলাম তাঁর বিরুদ্ধে চক্রান্ত করলেন। এলা তির্সাতে রাজপ্রাসাদের নেতা অর্সার বাড়িতে পান করে মাতাল হলেন,

10. আর সিম্রি ভিতরে গিয়ে এহুদার বাদশাহ্‌ আসার সপ্তবিংশ বছরে তাঁকে আক্রমণ করে হত্যা করলেন ও তাঁর পদে বাদশাহ্‌ হলেন।

11. রাজত্বের আরম্ভকালে তিনি সিংহাসনে উপবিষ্ট হওয়ামাত্র বাশার সমস্ত কুলকে আঘাত করলেন; তাঁর কুলে কোন পুরুষ, তাঁর জ্ঞাতি কিংবা বন্ধু কাউকেও অবশিষ্ট রাখলেন না।

12. ফলত মাবুদ যেহূ নবী দ্বারা বাশার বিরুদ্ধে যে কথা বলেছিলেন, সেই অনুসারে সিম্রি বাশার সমস্ত কুল সংহার করলেন।

13. এর কারণ বাশার সমস্ত গুনাহ্‌ ও তাঁর পুত্র এলার গুনাহ্‌-কাজ; তাঁরা নিজেরা গুনাহ্‌ করেছিলেন এবং ইসরাইলকেও গুনাহ্‌ করিয়ে ইসরাইলের আল্লাহ্‌ মাবুদকে তাদের অসার মূর্তির দ্বারা অসন্তুষ্ট করেছিলেন।

14. এলার অবশিষ্ট বৃত্তান্ত ও তাঁর সমস্ত কাজের বিবরণ ইসরাইলের বাদশাহ্‌দের ইতিহাস-কিতাবে কি লেখা নেই?

15. এহুদার বাদশাহ্‌ আসার সপ্তবিংশ বছরে সিম্রি সাত দিন তির্সাতে রাজত্ব করেন; সেই সময়ে লোকেরা ফিলিস্তিনীদের অধিকৃত গিব্বথোনের বিরুদ্ধে শিবির স্থাপন করেছিল।

16. পরে সেই শিবিরস্থ লোকেরা শুনতে পেল যে, সিম্রি চক্রান্ত করেছে ও বাদশাহ্‌কে আঘাত করেছে; তখন সমস্ত ইসরাইল সেদিন শিবিরের মধ্যে অম্রি নামক সেনাপতিকে ইসরাইলের বাদশাহ্‌ বলে ঘোষণা করলো।

17. পরে অম্রি ও তাঁর সঙ্গে সমস্ত ইসরাইল গিব্বথোন থেকে যাত্রা করে তির্সা অবরোধ করলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ বাদশাহ্‌নামা 16