ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ বাদশাহ্‌নামা 15:26-34 কিতাবুল মোকাদ্দস (BACIB)

26. মাবুদের দৃষ্টিতে যা মন্দ তিনি তা-ই করতেন, তাঁর পিতার পথে, তাঁর পিতা যার দ্বারা ইসরাইলকে গুনাহ্‌ করিয়েছিলেন, সেই গুনাহ্‌-পথে চলতেন।

27. আর ইষাখর-কুলজাত অহিয়ের পুত্র বাশা তাঁর বিরুদ্ধে চক্রান্ত করলেন; এবং বাশা ফিলিস্তিনীদের অধিকৃত গিব্বথোনে তাঁকে আঘাত করলেন; ঐ সময়ে নাদব ও সমস্ত ইসরাইল গিব্বথোন অবরোধ করছিলেন।

28. এহুদার বাদশাহ্‌ আসার তৃতীয় বছরে বাশা নাদবকে খুন করে তাঁর পদে বাদশাহ্‌ হন।

29. বাদশাহ্‌ হয়েই বাশা ইয়ারাবিমের সমস্ত কুলকে আঘাত করেন। মাবুদ তাঁর গোলাম শীলোনীয় অহিয়ের দ্বারা যে কথা বলেছিলেন, সেই অনুসারে বাশা ইয়ারাবিমের সম্পর্কীয় শ্বাসবিশিষ্ট কাউকেও অবশিষ্ট রাখলেন না, সকলকেই সংহার করলেন।

30. এর কারণ এই, ইয়ারাবিম অনেক গুনাহ্‌ করেছিলেন এবং তার দ্বারা ইসরাইলকে গুনাহ্‌ করিয়েছিলেন; ফলে এই অসন্তোষজনক কাজ দ্বারা তিনি ইসরাইলের আল্লাহ্‌ মাবুদকে অসন্তুষ্ট করেছিলেন।

31. নাদবের অবশিষ্ট বৃত্তান্ত ও সমস্ত কর্ম-বিবরণ কি ইসরাইলের বাদশাহ্‌দের ইতিহাস-পুস্তকে লেখা নেই?

32. আর আসার ও ইসরাইলের বাদশাহ্‌ বাশার মধ্যে সারা জীবন যুদ্ধ হত।

33. এহুদার বাদশাহ্‌ আসার তৃতীয় বছরে অহিয়ের পুত্র বাশা তির্সাতে সমস্ত ইসরাইলে রাজত্ব করতে আরম্ভ করে চব্বিশ বছর রাজত্ব করেন।

34. মাবুদের দৃষ্টিতে যা মন্দ, তিনি তা-ই করতেন এবং ইয়ারাবিমের পথে, যার দ্বারা তিনি ইসরাইলকে গুনাহ্‌ করিয়েছিলেন, তাঁর সেই গুনাহ্‌ পথে চলতেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ বাদশাহ্‌নামা 15