ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ খান্দাননামা 8:1-8 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. বিন্‌ইয়ামীনের জ্যেষ্ঠ পুত্র বেলা, দ্বিতীয় অস্‌বেল ও তৃতীয় অহর্হ,

2. চতুর্থ নোহা ও পঞ্চম রাফা।

3. আর বেলার সন্তান অদ্দর, গেরা, অবীহূদ,

4. অবীশূয়, নামান, আহোহ,

5. গেরা, শফূফল ও হূরম।

6. এহূদের সন্তানেরা হল এই: এঁরা গেবা-নিবাসীদের পিতৃকুলপতি, পরে এঁদের বন্দী করে মানহতে নিয়ে যাওয়া হল।

7. আর তিনি নামান, অহিয় ও গেরা, এঁঁদেরকে বন্দী করে নিয়ে গেলেন; তাঁর পুত্র উষঃ ও অহীহূদ।

8. আর তিনি তাঁদেরকে বিদায় করার পর শহরয়িম মোয়াব-ক্ষেত্রে পুত্রদেরকে জন্ম দিলেন, তাঁর স্ত্রীর হূশীম ও বারা।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ খান্দাননামা 8