ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ খান্দাননামা 6:68-81 কিতাবুল মোকাদ্দস (BACIB)

68. চারণ-ভূমির সঙ্গে যক্‌মিয়াম, চারণ-ভূমির সঙ্গে বৈৎ-হোরণ,

69. চারণ-ভূমির সঙ্গে অয়ালোন ও চারণ-ভূমির সঙ্গে গাৎ-রিম্মোণ;

70. এবং মানশার অর্ধেক বংশ থেকে চারণ-ভূমির সঙ্গে আনের, চারণ-ভূমির সঙ্গে বিল্‌য়ম, কহাতের অবশিষ্ট সন্তানদের গোষ্ঠীর জন্য দিল।

71. আর গের্শোমীয়দেরকে মানশার অর্ধবংশের গোষ্ঠী থেকে চারণ-ভূমির সঙ্গে বাশনস্থ গোলান ও চারণ-ভূমির সঙ্গে অষ্টারোৎ;

72. এবং ইষাখরবংশ থেকে চারণ-ভূমির সঙ্গে কেদশ, চারণ-ভূমির সঙ্গে দাবরৎ,

73. চারণ-ভূমির সঙ্গে রামোৎ ও চারণ-ভূমির সঙ্গে আনেম;

74. এবং আশের-বংশ থেকে চারণ-ভূমির সঙ্গে মশাল, চারণ-ভূমির সঙ্গে আব্দোন,

75. চারণ-ভূমির সঙ্গে হূকোক ও চারণ-ভূমির সঙ্গে রহোব;

76. এবং নপ্তালিবংশ থেকে চারণ-ভূমির সঙ্গে গালীলস্থ কেদশ, চারণ-ভূমির সঙ্গে হম্মোন ও চারণ-ভূমির সঙ্গে কিরিয়াথয়িম দেওয়া হল।

77. অবশিষ্ট (লেবীয়দেরকে), মরারির সন্তানদেরকে, সবূলূন-বংশ থেকে চারণ-ভূমির সঙ্গে রিম্মোণো ও চারণ-ভূমির সঙ্গে তাবোর;

78. এবং জেরিকোর কাছে জর্ডানের ওপারে, অর্থাৎ জর্ডানের পূর্বপারে রূবেণ-বংশ থেকে চারণ-ভূমির সঙ্গে মরুভূমিস্থ্থ বেৎসর,

79. চারণ-ভূমির সঙ্গে যাহসা, চারণ-ভূমির সঙ্গে কদেমোৎ ও চারণ-ভূমির সঙ্গে মেফাৎ;

80. এবং গাদবংশ থেকে চারণ-ভূমির সঙ্গে গিলিয়দস্থ রামোৎ, চারণ-ভূমির সঙ্গে মহনয়িম,

81. চারণ-ভূমির সঙ্গে হিষ্‌বোণ ও চারণ-ভূমির সঙ্গে যাসের দেওয়া হল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ খান্দাননামা 6