ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ খান্দাননামা 6:61-77 কিতাবুল মোকাদ্দস (BACIB)

61. আর কহাতের অবশিষ্ট সন্তানদেরকে বংশের গোষ্ঠী থেকে, অর্ধবংশ অর্থাৎ মানশার অর্ধেক থেকে, গুলিবাঁট দ্বারা দশটি নগর দেওয়া হল।

62. গের্শোমীয়দেরকে স্ব স্ব গোষ্ঠী অনুসারে ইষাখর-বংশ, আশের-বংশ, নপ্তলিবংশ ও বাশনস্থ মানশা-বংশ থেকে তেরটি নগর দেওয়া হল।

63. মরারিয়দেরকে স্ব স্ব গোষ্ঠী অনুসারে রূবেণ-বংশ, গাদ-বংশ ও সবূলূন-বংশ থেকে গুলিবাঁট দ্বারা বারোটি নগর দেওয়া হল।

64. বনি-ইসরাইল লেবীয়দেরকে এসব নগর ও তাদের চারণ-ভূমি দিল।

65. তারা গুলিবাঁট দ্বারা এহুদা-বংশের লোকদের বংশ ও শিমিয়োন সন্তানদের বংশ ও বিন্‌ইয়ামীন সন্তানদের বংশ থেকে স্ব স্ব নামে উল্লিখিত এসব নগর তাদেরকে দিল।

66. কহাতীয়দের কোন কোন গোষ্ঠী আফরাহীম বংশ থেকে যার যার অধিকার হিসেবে নগর পেল।

67. তারা তাদেরকে পর্বতময় আফরাহীম প্রদেশস্থ আশ্রয়-নগর শিখিম ও তার চারণ-ভূমি, আর চারণ-ভূমির সঙ্গে গেষর,

68. চারণ-ভূমির সঙ্গে যক্‌মিয়াম, চারণ-ভূমির সঙ্গে বৈৎ-হোরণ,

69. চারণ-ভূমির সঙ্গে অয়ালোন ও চারণ-ভূমির সঙ্গে গাৎ-রিম্মোণ;

70. এবং মানশার অর্ধেক বংশ থেকে চারণ-ভূমির সঙ্গে আনের, চারণ-ভূমির সঙ্গে বিল্‌য়ম, কহাতের অবশিষ্ট সন্তানদের গোষ্ঠীর জন্য দিল।

71. আর গের্শোমীয়দেরকে মানশার অর্ধবংশের গোষ্ঠী থেকে চারণ-ভূমির সঙ্গে বাশনস্থ গোলান ও চারণ-ভূমির সঙ্গে অষ্টারোৎ;

72. এবং ইষাখরবংশ থেকে চারণ-ভূমির সঙ্গে কেদশ, চারণ-ভূমির সঙ্গে দাবরৎ,

73. চারণ-ভূমির সঙ্গে রামোৎ ও চারণ-ভূমির সঙ্গে আনেম;

74. এবং আশের-বংশ থেকে চারণ-ভূমির সঙ্গে মশাল, চারণ-ভূমির সঙ্গে আব্দোন,

75. চারণ-ভূমির সঙ্গে হূকোক ও চারণ-ভূমির সঙ্গে রহোব;

76. এবং নপ্তালিবংশ থেকে চারণ-ভূমির সঙ্গে গালীলস্থ কেদশ, চারণ-ভূমির সঙ্গে হম্মোন ও চারণ-ভূমির সঙ্গে কিরিয়াথয়িম দেওয়া হল।

77. অবশিষ্ট (লেবীয়দেরকে), মরারির সন্তানদেরকে, সবূলূন-বংশ থেকে চারণ-ভূমির সঙ্গে রিম্মোণো ও চারণ-ভূমির সঙ্গে তাবোর;

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ খান্দাননামা 6