ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ খান্দাননামা 6:47-66 কিতাবুল মোকাদ্দস (BACIB)

47. ইনি মহলির পুত্র, ইনি মূশির পুত্র, ইনি মরারির পুত্র, ইনি লেবির পুত্র।

48. তাঁদের ভাই অন্যান্য লেবীয়দেরকে আল্লাহ্‌র গৃহরূপ শরীয়ত-তাঁবুর সমস্ত সেবাকর্মের জন্য দেওয়া হয়েছিল।

49. কিন্তু হারুন ও তাঁর পুত্ররা পোড়ানো-কোরবানী কোরবানগাহ্‌র ও ধূপগাহের উপরে উপহার পোড়াতেন, আল্লাহ্‌র গোলাম মূসার সমস্ত হুকুম অনুসারে মহা পবিত্র স্থানের সমস্ত কাজ এবং ইসরাইলের জন্য কাফ্‌ফারা করতেন।

50. হারুনের সন্তানেরা হলেন: তাঁর পুত্র ইলিয়াসর, তাঁর পুত্র পীনহস, তাঁর পুত্র অবীশয়,

51. তাঁর পুত্র বুক্কি, তাঁর পুত্র উষি, তাঁর পুত্র সরাহিয়,

52. তাঁর পুত্র মরায়োৎ, তাঁর পুত্র অমরিয়, তাঁর পুত্র অহীটূব,

53. তাঁর পুত্র সাদোক, তাঁর পুত্র অহীমাস।

54. আর তাঁদের সীমার মধ্যে শিবিরের সন্নিবেশ অনুসারে এসব তাঁদের বাসস্থান; কহাতীয় গোষ্ঠীভুক্ত হারুন-সন্তানদের অধিকার এই, বাস্তবিক তাঁদের জন্য (প্রথম) গুলিবাঁট হল।

55. ফলত তাঁদেরকে এহুদা-দেশস্থ হেবরন ও তার চারদিকের চারণ-ভূমি দেওয়া গেল।

56. কিন্তু সেই নগরের ক্ষেত ও সমস্ত গ্রাম যিফুন্নির পুত্র কালুতকে দেওয়া গেল।

57. আর হারুন-সন্তানদেরকে আশ্রয়-নগর হেবরন, আর চারণ-ভূমির সঙ্গে লিব্‌না এবং যত্তীর ও চারণ-ভূমির সঙ্গে ইষ্টিমোয়,

58. চারণ-ভূমির সঙ্গে হিলেন, চারণ-ভূমির সঙ্গে দবীর,

59. চারণ-ভূমির সঙ্গে আশন, চারণ-ভূমির সঙ্গে বৈৎশেমশ;

60. এবং বিন্‌ইয়ামীন-বংশ থেকে চারণ-ভূমির সঙ্গে সেবা, চারণ-ভূমির সঙ্গে আলেমৎ ও চারণ-ভূমির সঙ্গে অনাথোৎ দেওয়া গেল, সবসুদ্ধ তাঁদের গোষ্ঠী অনুসারে তাঁদের তেরটি নগর হল।

61. আর কহাতের অবশিষ্ট সন্তানদেরকে বংশের গোষ্ঠী থেকে, অর্ধবংশ অর্থাৎ মানশার অর্ধেক থেকে, গুলিবাঁট দ্বারা দশটি নগর দেওয়া হল।

62. গের্শোমীয়দেরকে স্ব স্ব গোষ্ঠী অনুসারে ইষাখর-বংশ, আশের-বংশ, নপ্তলিবংশ ও বাশনস্থ মানশা-বংশ থেকে তেরটি নগর দেওয়া হল।

63. মরারিয়দেরকে স্ব স্ব গোষ্ঠী অনুসারে রূবেণ-বংশ, গাদ-বংশ ও সবূলূন-বংশ থেকে গুলিবাঁট দ্বারা বারোটি নগর দেওয়া হল।

64. বনি-ইসরাইল লেবীয়দেরকে এসব নগর ও তাদের চারণ-ভূমি দিল।

65. তারা গুলিবাঁট দ্বারা এহুদা-বংশের লোকদের বংশ ও শিমিয়োন সন্তানদের বংশ ও বিন্‌ইয়ামীন সন্তানদের বংশ থেকে স্ব স্ব নামে উল্লিখিত এসব নগর তাদেরকে দিল।

66. কহাতীয়দের কোন কোন গোষ্ঠী আফরাহীম বংশ থেকে যার যার অধিকার হিসেবে নগর পেল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ খান্দাননামা 6