ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ খান্দাননামা 4:5-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

5. তকোয়ের পিতা অসহূরের দুই স্ত্রী ছিল, হিলা ও নারা।

6. নারা তার ঔরসে অহুষম, হেফর, তৈমিনি ও অহষ্টরিকে প্রসব করলো। এসব নারার সন্তান।

7. আর হিলার সন্তান সেরৎ, যিৎসোহর ও ইৎনন।

8. আর হক্কোষের সন্তান— আনূব ও সোবেবা এবং হারুমের পুত্র অহর্হলের গোষ্ঠী সকল।

9. আর যাবেষ তাঁর ভাইদের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত ছিলেন; তাঁর মা তাঁর নাম যাবেষ রেখে বলেছিলেন, আমি তো দুঃখেতে প্রসব করলাম।

10. আর যাবেষ ইসরাইলের আল্লাহ্‌কে ডাকলেন, বললেন, আহা, তুমি সত্যিই আমাকে দোয়া কর, আমার অধিকার বৃদ্ধি কর ও তোমার হাত আমার সঙ্গে সঙ্গে থাকুক; আর আমি যেন দুঃখ না পাই, এজন্য মন্দ থেকে আমাকে রক্ষা কর। তাতে আল্লাহ্‌ তাঁর যাচিত বিষয় দান করলেন।

11. শূহের ভাই কলূবের পুত্র মহীর, সে ইষ্টোনের পিতা।

12. ইষ্টোনের পুত্র বৈৎরাফা ও পাসেহ এবং ঈরনাহসের পিতা তহিন্ন; এরা সকলে রেকার লোক।

13. আর কনসের পুত্র অৎনীয়েল ও সরায় এবং অৎনীয়েলের পুত্র হথৎ।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ খান্দাননামা 4