ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ খান্দাননামা 4:23-37 কিতাবুল মোকাদ্দস (BACIB)

23. এরা কুমার ছিল এবং নতায়ীমে ও গদেরায় বাস করতো; তারা রাজকার্য করার জন্য সেই স্থানে তাঁর কাছে বাস করতো।

24. শিমিয়োনের সন্তান— নমূয়েল, যামীন,

25. যারীব, সেরহ, শৌল। তার পুত্র শল্লুম, তার পুত্র মিব্‌সম, তার পুত্র মিশ্‌ম।

26. মিশ্‌মের সন্তান — তার পুত্র হম্মুয়েল, তার পুত্র শক্কুর, তার পুত্র শিময়ি।

27. শিময়ির ষোলটি পুত্র ও ছয়টি কন্যা ছিল, কিন্তু তার ভাইদের অনেক সন্তান ছিল না এবং তাদের সমস্ত গোষ্ঠী এহুদা-বংশের লোকদের মত বৃদ্ধি পেল না।

28. তারা বের-শেবাতে, মোলাদাতে, হৎসর-শূয়ালে,

29. বিলহাতে, এৎসমে, তোলদে,

30. বথূয়েলে, হর্মাতে, সিক্লগে, বৈৎ-মর্কাবোতে, হৎসর-সূষীমে,

31. বৈৎ-বিরীতে ও শারয়িমে বাস করতো; দাউদের রাজত্ব পর্যন্ত তাদের এই সব নগর ছিল।

32. আর তাদের গ্রাম ঐটম, ঐন, রিম্মোণ, তোখেন ও আশন, পাঁচটি নগর;

33. আর বাল পর্যন্ত এসব নগরের চারপাশের সমস্ত গ্রাম তাদের ছিল। এসব তাদের নিবাস স্থান, আর তাদের নিজের খান্দাননামা আছে।

34. আর মশোবর, যম্লেক, অমৎসিয়ের পুত্র যোশঃ,

35. আর যোয়েল এবং অসীয়েলের সন্তান সরায়ের সন্তান যোশিবিয়ের সন্তান যেহূ;

36. আর ইলিয়ৈনয়, ইয়াকুবা, যিশোহায়, অসায়, অদীয়েল, যিশীমীয়েল ও বনায়;

37. এবং শময়িয়ের সন্তান শিম্রির সন্তান যিদয়িয়ের সন্তান অলোনের সন্তান শিফির সন্তান সীষঃ;

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ খান্দাননামা 4