ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ খান্দাননামা 3:1-8 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. দাউদের এসব পুত্র হেবরনে জন্মগ্রহণ করলো, জ্যেষ্ঠ পুত্র অম্নোন, সে যিষ্রিয়েলীয়া অহীনোয়মের গর্ভজাত; দ্বিতীয় দানিয়াল, সে কর্মিলীয়া অবীগলের গর্ভজাত;

2. তৃতীয় অবশালোম, সে গশূরের ত্‌লময় বাদশাহ্‌র কন্যা মাখার গর্ভজাত;

3. চতুর্থ আদোনিয়, সে গহীতের গর্ভজাত; পঞ্চম শফটিয়, সে অবীটলের গর্ভজাত; ষষ্ঠ যিত্রিয়ম, সে তার স্ত্রী ইগ্লার গর্ভজাত।

4. হেবরনে তাঁর ছয় পুত্র জন্মে এবং দাউদ সেই স্থানে সাত বছর ছয় মাস রাজত্ব করেন, পরে জেরুশালেমে তেত্রিশ বছর রাজত্ব করেন।

5. আর তাঁর এসব পুত্র জেরুশালেমে জন্মে; শিমিয়, শোবব, নাথন ও সোলায়মান, এই চার জন অম্মীয়েলের কন্যা বৎ-সূয়ার সন্তান।

6. আর যিভর, ইলীশামা, ইলীফেলট,

7. নোগহ, নেফগ, যাফিয়,

8. ইলীশামা, ইলীয়াদাও ইলীফেলট, এই নয় জন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ খান্দাননামা 3