অধ্যায়

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29

ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ খান্দাননামা 27 কিতাবুল মোকাদ্দস (BACIB)

সৈন্যদের দলভাগ

1. বনি-ইসরাইলদের সংখ্যা অনুসারে পিতৃকুলপতি, সহস্রপতি, শতপতি ও কর্মকর্তারা বাদশাহ্‌র পরিচর্যা করতেন; তাঁরা নানা দলে বিভক্ত হয়ে প্রতি বছরের এক মাসের জন্য কাজে নিযুক্ত হতেন; প্রত্যেক দলে চব্বিশ হাজার লোক ছিল।

2. প্রথম দলের উপরে প্রথম মাসের জন্য সব্দীয়েলের পুত্র যাশবিয়াম; তাঁর দলে চব্বিশ হাজার লোক ছিল;

3. তিনি পেরসের সন্তানদের মধ্যবর্তী; তিনি প্রথম মাসের জন্য নিযুক্ত সেনাদলের সমস্ত সেনাপতির মধ্যে প্রধান ছিলেন।

4. দ্বিতীয় মাসের দলে অহোহীয় দোদয় ও তাঁর দল; নেতা ছিলেন মিক্লোৎ; এবং তাঁর দলে চব্বিশ হাজার লোক ছিল।

5. তৃতীয় মাসের জন্য নিযুক্ত সেনাদলের তৃতীয় সেনাপতি যিহোয়াদা ইমামের পুত্র বনায়, তিনি প্রধান, তাঁর দলে চব্বিশ হাজার লোক ছিল।

6. এই বনায় সেই ত্রিশ জনের মধ্যে বলবান ও সেই ত্রিশ জনের উপরে ছিলেন এবং তাঁর দলে তাঁর পুত্র অম্মীষাবাদ ছিল।

7. চতুর্থ মাসের জন্য চতুর্থ সেনাপতি যোয়াবের ভাই অসাহেল ও তাঁর পরে তাঁর পুত্র সবদিয়; তাঁর দলে চব্বিশ হাজার লোক ছিল।

8. পঞ্চম মাসের জন্য পঞ্চম সেনাপতি যিষ্রাহীয় শমহূৎ; তাঁর দলে চব্বিশ হাজার লোক ছিল।

9. ষষ্ঠ মাসের জন্য ষষ্ঠ সেনাপতি তকোয়ীয় ইক্কেশের পুত্র ঈরা; তাঁর দলে চব্বিশ হাজার লোক ছিল।

10. সপ্তম মাসের জন্য সপ্তম সেনাপতি আফরাহীম-বংশের লোকদের কুলজাত পলোনীয় হেলস; তাঁর দলে চব্বিশ হাজার লোক ছিল।

11. অষ্টম মাসের জন্য অষ্টম সেনাপতি সেরহীয় কুলজাত হূশাতীয় সিব্বখয়, তাঁর দলে চব্বিশ হাজার লোক ছিল।

12. নবম মাসের জন্য নবম সেনাপতি বিন্‌ইয়ামীন-বংশজাত অনাথোতীয় অবীয়েষর; তাঁর দলে চব্বিশ হাজার লোক ছিল।

13. দশম মাসের জন্য দশম সেনাপতি সেরহীয় কুলজাত নটোফাতীয় মহরয়; তাঁর দলে চব্বিশ হাজার লোক ছিল।

14. একাদশ মাসের জন্য একাদশ সেনাপতি আফরাহীম-সন্তানদের কুলজাত পিরিয়াথোনীয় বনায়; তাঁর দলে চব্বিশ হাজার লোক ছিল।

15. বারো মাসের জন্য বারো জন সেনাপতি অৎনীয়েল-কুলজাত নটোফাতীয় হিল্‌দয়; তাঁর দলে চব্বিশ হাজার লোক ছিল।

বিভিন্ন কুলপতিরা

16. ইসরাইলের বংশের অধ্যক্ষরা। রূবেণীয়দের কুলে নেতা সিখ্রির পুত্র ইলীয়েষর শিমিয়োনীয়দের কুলে মাখার পুত্র শফটিয়;

17. লেবির কুলে কমূয়েলের পুত্র হশবিয়;

18. হারুনের কুলে সাদোক; এহুদার কুলে দাউদের ভাইদের মধ্যে ইলীহূ; ইষাখরের কুলে মিকাইলের পুত্র অম্রি;

19. সবূলূনের কুলে ওবদিয়ের পুত্র যিশ্ময়; নপ্তালির কুলে অস্রীয়েলের পুত্র যিরেমোৎ;

20. আফরাহীম-বংশের লোকদের কুলে অসসিয়ের পুত্র হোসিয়া; মানশার অর্ধবংশের কুলে পদায়ের পুত্র যোয়েল;

21. গিলিয়দস্থ মানশার অর্ধবংশের কুলে জাকারিয়ার পুত্র যিদ্দো;

22. বিন্‌ইয়ামীনের কুলে অব্‌নেরের পুত্র যাসীয়েল; দানের কুলে যিরোহমের পুত্র অসরেল। এঁরা ইসরাইলের বংশের নেতা ছিলেন।

23. কিন্তু দাউদ বিশ বছর ও তারচেয়ে অল্পবয়স্ক লোকদের সংখ্যা গ্রহণ করলেন না; কেননা মাবুদ বলেছিলেন, তিনি আসমানের তারার মত ইসরাইলকে বহু-সংখ্যক করবেন;

24. সরূয়ার পুত্র যোয়াব গণনা করতে আরম্ভ করেছিলেন, কিন্তু সমাপ্ত করেন নি; আর গণনার দরুন ইসরাইলের উপরে গজব পড়েছিল; এবং তাদের সংখ্যা দাউদ বাদশাহ্‌র ইতিহাস-পুস্তকে লেখা হল না।

বাদশাহ্‌র সম্পত্তির তদারককারীরা

25. অদীয়েলের পুত্র অস্‌মাবৎ বাদশাহ্‌র কোষাধ্যক্ষ ছিলেন এবং ক্ষেত, নগর, গ্রাম ও উচ্চগৃহগুলোতে যেসব ভাণ্ডার ছিল, সেসব ভাণ্ডারের নেতা ছিলেন উষিয়ের পুত্র যোনাথন;

26. ক্ষেতের কৃষাণদের নেতা ছিলেন কলূবের পুত্র ইষ্রি।

27. আঙ্গুর-ক্ষেতগুলোর নেতা ছিলেন রামাথীয় শিমিয়ি; এবং আঙ্গুরক্ষেতস্থ আঙ্গুর-রসের ভাণ্ডারের নেতা ছিলেন শিফমীয় সব্দি।

28. নিম্নভূমিস্থিত জলপাই গাছ ও ডুমুর গাছগুলোর নেতা ছিলেন গদেরীয় বাল-হানন। তৈল-ভাণ্ডারের নেতা ছিলেন যোয়াশ।

29. শারোণে যেসব গরুর পাল চরত, তার নেতা ছিলেন শারোণীয় সিট্রয়। নানা উপত্যকায় গরুর পালের নেতা ছিলেন অদ্‌লয়ের পুত্র শাফট।

30. উটগুলোর চরাবার লোকদের নেতা ছিলেন ইসমাইলীয় ওবীল। গাধীগুলোর নেতা ছিলেন মেরোণোথীয় যেহদিয়। ভেড়ার পালগুলোর নেতা ছিলেন হাগরীয় যাসীষ।

31. এঁরা দাউদ বাদশাহ্‌র সম্পত্তির ধনাধক্ষ্য ছিলেন।

32. দাউদের চাচা যোনাথন মন্ত্রী ও বুদ্ধিমান লোক, আর লেখক ছিলেন এবং হক্‌মোনির পুত্র যিহীয়েল রাজপুত্রদের সেবা করার দায়িত্বে ছিলেন।

33. আর অহীথোফল রাজমন্ত্রী এবং অর্কীয় হূশয় বাদশাহ্‌র বন্ধু ছিলেন।

34. আর অহীথোফলের পরে বনায়ের পুত্র যিহোয়াদা ও অবিয়াথর রাজমন্ত্রী ছিলেন; এবং যোয়াব বাদশাহ্‌র সৈন্যদলের সেনাপতি ছিলেন।