ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ খান্দাননামা 22:14-19 কিতাবুল মোকাদ্দস (BACIB)

14. আর দেখ, আমি কষ্টের মধ্যে মাবুদের গৃহের জন্য এক লক্ষ তালন্ত সোনা ও দশ লক্ষ তালন্ত রূপা এবং অপরিমেয় ব্রোঞ্জ ও লোহা সংগ্রহ করেছি, বাস্তবিক তা অপরিমেয়; আর কাঠ ও পাথর সংগ্রহ করেছি; এবং তুমি আরও সংগ্রহ করতে পারবে।

15. আর তোমার কাছে অনেক শিল্পকার, পাথর ও কাঠের ছেদক এবং সব রকম কাজ করবার নিপুণ অনেক লোক আছে।

16. সোনা, রূপা, ব্রোঞ্জ ও লোহা অসংখ্য; এখন উঠ, কাজ কর এবং মাবুদ তোমার সহবর্তী হোন।

17. পরে দাউদ তাঁর পুত্র সোলায়মানের সাহায্য করতে ইসরাইলের সমস্ত নেতাকে হুকুম করলেন, বললেন,

18. তোমাদের আল্লাহ্‌ মাবুদ কি তোমাদের সহবর্তী নন? তিনি কি সমস্ত দিকে তোমাদেরকে বিশ্রাম দেন নি? তিনি তো দেশবাসীদের আমার হাতে দিয়েছেন এবং মাবুদ ও তাঁর লোকদের সম্মুখে দেশ বশীভূত রয়েছে।

19. এখন তোমরা তোমাদের আল্লাহ্‌ মাবুদের খোঁজ করতে নিজ নিজ অন্তর ও প্রাণ নিয়োজিত কর, আর উঠ, মাবুদ আল্লাহ্‌র পবিত্র স্থান নির্মাণ কর, যেন মাবুদের শরীয়ত-সিন্দুক ও আল্লাহ্‌র পবিত্র সমস্ত পাত্র সেই গৃহে আনা হয়, যা মাবুদের নামের উদ্দেশে নির্মাণ করা যাবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ খান্দাননামা 22