ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ খান্দাননামা 22:1-4 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. পরে দাউদ ইসরাইল দেশস্থ বিদেশী লোকদেরকে একত্র করতে হুকুম দিলেন;

2. এবং আল্লাহ্‌র এবাদতখানা নির্মাণ করার জন্য মসৃণ করা পাথর প্রস্তুত করতে ভাস্করদেরকে নিযুক্ত করলেন।

3. আর দ্বারগুলোর দরজার পেরেকের ও কব্‌জার জন্য দাউদ অপরিমেয় লোহা এবং অপরিমেয় ব্রোঞ্জ সংগ্রহ করলেন, যা ওজন করা গেল না।

4. আর অসংখ্য এরস কাঠ সংগ্রহ করলেন, কেননা সীদোনীয় ও টায়ারীয়েরা দাউদের কাছে অপরিমেয় এরস কাঠ এনেছিল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ খান্দাননামা 22