ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ খান্দাননামা 16:30-37 কিতাবুল মোকাদ্দস (BACIB)

30. সমস্ত ভুবন! তাঁর সাক্ষাতে কেঁপে ওঠো;জগতও সুস্থির, তা বিচলিত হবে না;

31. আসমান আনন্দ করুক, দুনিয়া উল্লসিত হোক;লোকে জাতিদের মধ্যে বলুক,মাবুদ রাজত্ব করছেন।

32. সমুদ্র ও তার মধ্যেকার সকলে গর্জন করুক,ক্ষেত ও তার মধ্যেকার সকলই উল্লসিত হোক।

33. তখন বনের সমস্ত গাছ মাবুদের সাক্ষাতে আনন্দে গান করবে;কেননা তিনি দুনিয়ার বিচার করতে আসছেন।

34. মাবুদের প্রশংসা-গজল কর, কেননা তিনি মঙ্গলময়,তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী।

35. তোমরা বল, হে আমাদের নাজাতের আল্লাহ্‌, উদ্ধার কর,আমাদেরকে সংগ্রহ কর,জাতিদের হাত থেকে উদ্ধার কর,যেন আমরা তোমার পবিত্র নামের প্রশংসা-গজল করি,যেন তোমার প্রশংসায় জয়ধ্বনি করি।

36. মাবুদ ধন্য হোন, ইসরাইলের আল্লাহ্‌,অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত।পরে সকল লোক বললো আমিন, আর মাবুদের প্রশংসা করলো।

37. আর প্রতিদিন যেমন প্রয়োজন, তেমনি সিন্দুকের সম্মুখে নিয়মিতভাবে পরিচর্যা করার জন্য তিনি আসফ ও তাঁর ভাইদেরকে মাবুদের নিয়ম সিন্দুকের সম্মুখে রাখলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ খান্দাননামা 16