ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ খান্দাননামা 16:18-37 কিতাবুল মোকাদ্দস (BACIB)

18. তিনি বললেন, আমি তোমাকে কেনান দেশ দেব,তা-ই তোমাদের স্বীকৃত অধিকার;

19. সেই সময় তোমরা সংখ্যাতে বেশি ছিলে না,অল্পই ছিলে এবং সেখানে প্রবাসী ছিলে।

20. তারা এক জাতি থেকে অন্য জাতির কাছে,এক রাজ্য থেকে অন্য লোকবৃন্দের কাছে ঘুরে বেড়াত।

21. তিনি কোন মানুষকে তাদের প্রতি জুলুম করতে দিতেন না,বরং তাদের জন্য বাদশাহ্‌দেরকেও অনুযোগ করতেন,

22. “আমার অভিষিক্ত ব্যক্তিদেরকে স্পর্শ করো না,আমার নবীদের অপকার করো না।”সমস্ত ভুবন! মাবুদের উদ্দেশে গজল গাও,

23. দিন দিন তাঁর উদ্ধার ঘোষণা কর।

24. তবলিগ কর জাতিদের মধ্যে তাঁর গৌরব,সমস্ত লোক-সমাজে তাঁর অলৌকিক কাজগুলো।

25. কেননা মাবুদ মহান ও অতি কীর্তনীয়,তিনি সমস্ত দেবতার চেয়ে ভয়ঙ্কর।

26. কেননা জাতিদের সমস্ত দেবতা অবস্তুমাত্র,কিন্তু মাবুদ আসমানের নির্মাতা।

27. সম্মান ও মহিমা তাঁর অগ্রবর্তী,শক্তি ও আনন্দ তাঁর বাসস্থানে বিদ্যমান।

28. জাতিদের সমস্ত গোষ্ঠী! মাবুদের মহিমা ঘোষণা কর,মাবুদের গৌরব ও শক্তি ঘোষণা কর।

29. মাবুদের নামের গৌরব ঘোষণা কর,নৈবেদ্য সঙ্গে নিয়ে তাঁর সম্মুখে এসো,পবিত্র শোভায় মাবুদকে সেজ্‌দা কর।

30. সমস্ত ভুবন! তাঁর সাক্ষাতে কেঁপে ওঠো;জগতও সুস্থির, তা বিচলিত হবে না;

31. আসমান আনন্দ করুক, দুনিয়া উল্লসিত হোক;লোকে জাতিদের মধ্যে বলুক,মাবুদ রাজত্ব করছেন।

32. সমুদ্র ও তার মধ্যেকার সকলে গর্জন করুক,ক্ষেত ও তার মধ্যেকার সকলই উল্লসিত হোক।

33. তখন বনের সমস্ত গাছ মাবুদের সাক্ষাতে আনন্দে গান করবে;কেননা তিনি দুনিয়ার বিচার করতে আসছেন।

34. মাবুদের প্রশংসা-গজল কর, কেননা তিনি মঙ্গলময়,তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী।

35. তোমরা বল, হে আমাদের নাজাতের আল্লাহ্‌, উদ্ধার কর,আমাদেরকে সংগ্রহ কর,জাতিদের হাত থেকে উদ্ধার কর,যেন আমরা তোমার পবিত্র নামের প্রশংসা-গজল করি,যেন তোমার প্রশংসায় জয়ধ্বনি করি।

36. মাবুদ ধন্য হোন, ইসরাইলের আল্লাহ্‌,অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত।পরে সকল লোক বললো আমিন, আর মাবুদের প্রশংসা করলো।

37. আর প্রতিদিন যেমন প্রয়োজন, তেমনি সিন্দুকের সম্মুখে নিয়মিতভাবে পরিচর্যা করার জন্য তিনি আসফ ও তাঁর ভাইদেরকে মাবুদের নিয়ম সিন্দুকের সম্মুখে রাখলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ খান্দাননামা 16