ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ খান্দাননামা 14:12-17 কিতাবুল মোকাদ্দস (BACIB)

12. সেই স্থানে তারা তাদের দেবমূর্তিগুলোকে ফেলে গিয়েছিল; তাতে দাউদের হুকুম অনুসারে সেগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হল।

13. পরে ফিলিস্তিনীরা পুনর্বার এসে সেই উপত্যকায় ব্যাপ্ত হল।

14. তখন দাউদ পুনর্বার আল্লাহ্‌র কাছে জিজ্ঞাসা করলেন; তাতে আল্লাহ্‌ তাঁকে বললেন, তুমি ওদের পিছনে যেও না, ওদের থেকে ফিরে এসে বাঁকা গাছগুলোর সম্মুখে ওদেরকে আক্রমণ কর।

15. সেসব বাঁকা গাছের শিখরে সৈন্যগমনের মত আওয়াজ শুনলে তুমি যুদ্ধে অগ্রসর হবে, কেননা আল্লাহ্‌ ফিলিস্তিনীদের সৈন্যদলকে আঘাত করার জন্য তোমার সম্মুখে অগ্রসর হয়েছেন।

16. দাউদ আল্লাহ্‌র হুকুম অনুসারে কাজ করলেন; তখন তাঁর লোকেরা গিবিয়োন থেকে গেষর পর্যন্ত ফিলিস্তিনীদের সৈন্যদলকে আঘাত করলো।

17. আর দাউদের কীর্তি সমস্ত দেশে ব্যাপ্ত হল এবং মাবুদ সমস্ত জাতির মধ্যে তাঁর সম্বন্ধে একটি ভয়ের ভাব জাগিয়ে দিলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ খান্দাননামা 14