ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ খান্দাননামা 11:21-37 কিতাবুল মোকাদ্দস (BACIB)

21. এই তিনজনের মধ্যে অন্য দু’জন থেকে তিনি বেশি মর্যাদাপন্ন ছিলেন, আর তাঁদের সেনাপতি হলেন, তবুও (প্রথম) তিন জনের মত ছিলেন না।

22. আর কব্‌সেলীয় এক বীরের পৌত্র যিহোয়াদার পুত্র যে বনায় অনেক সাহসী কাজ করেছিলেন, তিনি মোয়াবীয় অরিয়েলের দুই পুত্রকে হত্যা করলেন; এই ছাড়া, তিনি একদিন তুষারপাতের সময়ে গিয়ে গর্তের মধ্যে একটা সিংহকে মেরে ফেলেছিলেন।

23. আর তিনি পাঁচ হাত লম্বা বৃহৎকায় এক জন মিসরীয়কে হত্যা করলেন; ঐ মিসরীয়ের হাতে তন্তুবায়ের নরাজের মত একটি বর্শা ছিল, ইনি আর একটি দণ্ড হাতে তার কাছে গিয়ে সেই মিসরীয়ের হাত থেকে বর্শাটি কেড়ে নিয়ে তারই বর্শা দ্বারা তাকে হত্যা করলেন।

24. যিহোয়াদার পুত্র বনায় এসব কাজ করলেন, তাতে তিনি তিন জন বীরের মধ্যে খ্যাতনামা হলেন।

25. দেখ, তিনি, ঐ ত্রিশ জনের চেয়ে মর্যাদাপন্ন, কিন্তু প্রথম তিন জনের মত ছিলেন না; দাউদ তাঁকে তাঁর রক্ষী সেনার নেতা করলেন।

26. সৈন্যবর্গের অসম সাহসী লোকদের নাম। যোয়াবের ভাই অসাহেল, বেথেলহেমস্থ দোদোর পুত্র ইল্‌হানন,

27. হরোরীয় শম্মোৎ, পলোনীয় হেলস,

28. তকোয়ীয় ইক্কেশের পুত্র ঈরা,

29. অনাথোতীয় অবীয়েষর, হূশাতীয়,

30. সিব্বখয়, অহোহীয় ঈলয়, নটোফাতীয় মহরয়, নটোফাতীয় বানার পুত্র হেলদ,

31. বিন্‌ইয়ামীন-বংশের লোকদের গিবিয়া-নিবাসী রীবয়ের পুত্র ইথয়, পিরিয়াথোনীয় বনায়,

32. গাশ উপত্যকা-নিবাসী হূরয়, অর্বতীয় অবীয়েল,

33. বাহরূমীয় অস্‌মাবৎ, শাল্‌বোনীয় ইলিয়হবঃ,

34. গিষোণীয় হাষেমের পুত্ররা, হরারীয় শাগির পুত্র যোনাথন,

35. হরারীয় সাখরের পুত্র অহীয়াম, ঊরের পুত্র ইলীফাল,

36. মখেরাতীয় হেফর, পলোনীয় অহিয়,

37. কর্মিলীয় হিষ্রো, ইষ্‌বয়ের পুত্র নারয়,

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ খান্দাননামা 11