ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ খান্দাননামা 1:36-52 কিতাবুল মোকাদ্দস (BACIB)

36. ইলীফসের সন্তান তৈমন, ওমার, সফী গয়িতম, কনস, তিম্ন ও আমালেক।

37. রূয়েলের সন্তান নহৎ, সেরহ, শম্ম ও মিসা।

38. সেয়ীরের সন্তান লোটন, শোবল, সিবিয়োন, অনা, দিশোন, এৎসর ও দীশন।

39. লোটনের সন্তান হোরি ও হোমম; এবং তিম্না লোটনের বোন।

40. শোবলের সন্তান অলিয়ন, মানহৎ, এবল, শফী ও ওনম। সিবিয়োনের সন্তান অয়া ও অনা।

41. অনার সন্তান দিশোন। দিশোনের সন্তান হম্রণ, ইশ্‌বন, যিত্রণ ও করাণ।

42. এৎসরের সন্তান বিল্‌হন, সাবন, যাকন। দীশনের সন্তান ঊষ ও অরাণ।

43. বনি-ইসরাইলদের উপরে কোন বাদশাহ্‌ রাজত্ব করার আগে এই বাদশাহ্‌রা ইদোম দেশের বাদশাহ্‌ ছিলেন; বিয়োরের পুত্র বেলা; তাঁর রাজধানীর নাম দিন্‌হাবা;

44. আর বেলার মৃত্যু হলে পর তাঁর পদে বস্রা-নিবাসী সেরহের পুত্র যোবব রাজত্ব করেন।

45. আর যোববের মৃত্যুর পর তৈমন দেশীয় হূশম তাঁর পদে রাজত্ব করেন।

46. আর হূশম মারা যাওয়ার পর বদদের পুত্র যে হদদ্‌ মোয়াব দেশে মাদিয়ানকে আঘাত করেছিলেন, তিনি তাঁর পদে রাজত্ব করেন; তাঁর রাজধানীর নাম অবীৎ ছিল।

47. আর হদদ্‌ ইন্তেকাল করলে মস্রেকা-নিবাসী সম্ল তাঁর পদে রাজত্ব করেন।

48. আর সম্ল ইন্তেকাল করলে পর ফোরাত নদীর নিকটবর্তী রহোবোৎ-নিবাসী তালুত তাঁর পদে রাজত্ব করেন।

49. আর তালুতের মৃত্যু হলে অক্‌বোরের পুত্র বাল্‌-হানন তাঁর পদে রাজত্ব করেন।

50. আর বাল্‌হানন মারা যাওয়ার পর হদদ তাঁর পদে রাজত্ব করেন, তাঁর রাজধানীর নাম পায় ও স্ত্রীর নাম মহেটবেল; সে মট্রেদের কন্যা ও মেষাহবের দৌহিত্রী।

51. পরে হদদ ইন্তেকাল করলেন।

52. ইদোমের দলপতিদের নাম; দলপতি তিম্না, দলপতি অলিয়া, দলপতি যিথেৎ, দলপতি অহলীবামা, দলপতি এলা, দলপতি পীনোন,

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ খান্দাননামা 1