ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ খান্দাননামা 1:1-16 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. আদম, শিস, আনুশ,

2. কৈনন, মাহলাইল,

3. ইয়ারুদ, হনোক, মুতাওশালেহ, লামাক,

4. নূহ্‌, সাম, হাম ও ইয়াফস।

5. ইয়াফসের সন্তান গোমর, মাজুজ, মাদয়, যবন, তুবল, মেশক ও তীরস।

6. গোমরের সন্তান অস্কিনস, দীফৎ ও তোগর্ম।

7. যবনের সন্তান ইলীশা, তর্শীশ, সাইপ্রাস ও রোদানীম।

8. হামের সন্তান কূশ, মিসর, পূট ও কেনান।

9. কূশের সন্তান সবা, হবীলা,

10. সপ্তা, রয়মা ও সপ্তকা। রয়মার সন্তান সাবা ও দদান। নমরূদ কূশের পুত্র; তিনি দুনিয়াতে এক জন পরাক্রমী মানুষ হয়ে উঠেছিলেন।

11. আর লূদীয়, অনামীয়, লহাবীয়,

12. নপ্তুহীয়, পথ্রোষীয়, ফিলিস্তিনীদের আদিপুরুষ কস্‌লূহীয় এবং ক্রীটীয়রা।

13. এসব মিসরের সন্তান; এবং কেনানের জ্যেষ্ঠ পুত্র সিডন, তারপর হেৎ,

14. যিবূষীয়, আমোরীয়, গির্গাশীয়,

15. হিব্বীয়, অর্কীয়, সীনীয়,

16. অর্বদীয়, সমারীয় ও হমাতীয়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ খান্দাননামা 1