ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হোসিয়া 1:1-2 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. এহুদার বাদশাহ্‌ উষিয়, যোথম, আহস ও হিষ্কিয়ের সময়ে এবং যোয়াশের পুত্র ইসরাইলের বাদশাহ্‌ ইয়ারাবিমের সময়ে মাবুদের এই কালাম বেরির পুত্র হোসিয়ার কাছে নাজেল হল।

2. মাবুদ যখন প্রথমে হোসিয়ার সঙ্গে কথা বলেন, তখন মাবুদ হোসিয়াকে বললেন, তুমি যাও, জেনাকারী স্ত্রী ও জেনার সন্তানদের গ্রহণ কর, কেননা এই দেশ মাবুদের কাছ থেকে সরে যাওয়ায় ভয়ানক জেনা করছে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হোসিয়া 1