ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হেদায়েতকারী 5:4-9 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. আল্লাহ্‌র কাছে মানত করলে তা পরিশোধ করতে বিলম্ব করো না, কারণ হীনবুদ্ধি লোকদের উপর তাঁর সন্তোষ নেই; যা মানত করবে, তা পরিশোধ করো।

5. মানত করে না দেওয়ার চেয়ে বরং তোমার মানত না করাই ভাল।

6. তুমি তোমার কথার দরুন নিজেকে গুনাহ্‌র মধ্যে ডুবিয়ে দিও না; এবং “ওটা ভুল,” এমন কথা ফেরেশতার সাক্ষাতে বলো না; আল্লাহ্‌ কেন তোমার কথায় ক্রুদ্ধ হয়ে তোমার হাতের কাজ নষ্ট করবেন?

7. বস্তুত অনেক স্বপ্ন দেখা ও অনেক কথা বলা অসারতা বয়ে নিয়ে আসে; কিন্তু তুমি আল্লাহ্‌কে ভয় কর।

8. তুমি দেশে দরিদ্রের জুলুম, কিংবা বিচার ও ধার্মিকতার খণ্ডন দেখলে সেই ব্যাপারে চমৎকৃত হয়ো না, কেননা উচ্চপদস্থ লোকের চেয়ে উচ্চতর পদান্বিত এক জন রক্ষক আছেন; আবার যিনি উচ্চতম, তিনি উভয়ের কর্তা।

9. আর দেশের ফল সকলেরই জন্য; ভূমির দ্বারা বাদশাহ্‌ সেবা পেয়ে থাকেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হেদায়েতকারী 5