ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিজরত 4:1-6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. মূসা জবাবে বললেন, কিন্তু দেখুন, তারা আমাকে বিশ্বাস করবে না এবং আমার আহ্বানে মনোযোগ দেবে না, কেননা তারা বলবে, মাবুদ তোমাকে দর্শন দেন নি।

2. তখন মাবুদ তাঁকে বললেন, তোমার হাতে ওটা কি? তিনি বললেন, লাঠি। তখন তিনি বললেন, ওটা ভূমিতে ফেল।

3. পরে মূসা তাঁর লাঠিখানা ভূমিতে ফেললে পর তা সাপ হয়ে গেলো; আর তিনি তার সম্মুখ থেকে পালিয়ে গেলেন।

4. তখন মাবুদ মূসাকে বললেন, “হাত বাড়িয়ে ওর লেজ ধর”, তখন তিনি হাত বাড়িয়ে ধরলে ওটা তাঁর হাতে লাঠি হল—

5. “যেন তারা বিশ্বাস করে যে, মাবুদ, তাদের পূর্বপুরুষদের আল্লাহ্‌, ইব্রাহিমের আল্লাহ্‌, ইস্‌হাকের আল্লাহ্‌ ও ইয়াকুবের আল্লাহ্‌ তোমাকে দর্শন দিয়েছেন।”

6. পরে মাবুদ তাঁকে আরও বললেন, তুমি পোশাকের নিচে তোমার বুকে হাত দাও। তিনি বুকে হাত দিলেন এবং পরে তা বের করলে দেখা গেল, তাঁর হাত তুষারের মত সাদা কুষ্ঠ হয়েছে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিজরত 4