ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিজরত 36:25-34 কিতাবুল মোকাদ্দস (BACIB)

25. আর শরীয়ত-তাঁবুর দ্বিতীয় পাশের জন্য উত্তর দিকে বিশটি তক্তা করলেন,

26. ও সেগুলোর জন্য চল্লিশটি রূপার চুঙ্গি গড়লেন; একটি তক্তার নিচে দু’টি করে চুঙ্গি ও অন্য অন্য তক্তার নিচেও দু’টি করে চুঙ্গি হল।

27. আর পশ্চিম দিকে শরীয়ত-তাঁবুর পিছন দিকের জন্য ছয়খানি তক্তা করলেন।

28. শরীয়ত-তাঁবুর সেই পিছন দিকের দুই কোণে দু’খানি তক্তা রাখলেন।

29. সেই দু’টি তক্তার নিচে ভাঁজ ছিল, দু’টি এবং সেরকমভাবে মাথাতেও প্রথম কড়ার কাছে অখণ্ড ছিল; এভাবে তিনি দু’টি কোণের তক্তা একসঙ্গে জুড়ে দিলেন।

30. তাতে আটখানি তক্তা এবং সেগুলোর রূপার ষোলটি চুঙ্গি হল, একেক তক্তার নিচে দু’টা করে চুঙ্গি হল।

31. পরে তিনি শিটীম কাঠ দিয়ে অর্গল প্রস্তুত করলেন;

32. শরীয়ত-তাঁবুর এক পাশের তক্তার জন্য পাঁচটি অর্গল, শরীয়ত-তাঁবুর অন্য পাশের তক্তার জন্য পাঁচটি অর্গল এবং পশ্চিম দিকে শরীয়ত-তাঁবুর পিছন দিকের তক্তার জন্য পাঁচটি অর্গল।

33. আর মধ্যবর্তী অর্গলটিকে তক্তাগুলোর মধ্যস্থান দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তার করলেন।

34. পরে তিনি তক্তাগুলো সোনা দিয়ে মুড়লেন এবং অর্গলের ঘর হবার জন্য সোনার কড়া গড়ে অর্গলও সোনা দিয়ে মুড়ে দিলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিজরত 36