ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিজরত 35:2-14 কিতাবুল মোকাদ্দস (BACIB)

2. ছয় দিন কাজ করা যাবে কিন্তু সপ্তম দিন তোমাদের পক্ষে পবিত্র দিন হবে; তা মাবুদের উদ্দেশে বিশ্রাম করার বিশ্রামবার হবে। যে কেউ সেই দিনে কাজ করবে, তার প্রাণদণ্ড হবে।

3. তোমরা বিশ্রামবারে তোমাদের কোন বাসস্থানে আগুন জ্বালিও না।

4. আর মূসা বনি-ইসরাইলদের সমস্ত দলকে বললেন, মাবুদ এই হুকুম দিয়েছেন;

5. তোমরা তোমাদের কাছ থেকে মাবুদের জন্য উপহার নাও। যার যেমন ইচ্ছা হয়, সেইমত সে মাবুদের জন্য উপহারস্বরূপ এসব দ্রব্য আনবে—

6. সোনা, রূপা ও ব্রোঞ্জ এবং নীল, বেগুনে, লাল ও সাদা মসীনা সুতা ও ছাগলের লোম,

7. এবং পরিশোধিত ভেড়ার চামড়া ও শুশুকের চামড়া, শিটীম কাঠ,

8. এবং প্রদীপের জন্য তেল, আর অভিষেকের জন্য তেলের ও সুগন্ধি ধূপের জন্য গন্ধদ্রব্য,

9. এবং এফোদের ও বুক-পাটার জন্য গোমেদ ও অন্যান্য খচিত হবার মণি।

10. তোমাদের প্রত্যেক দক্ষ লোক এসে মাবুদের নির্দেশিত সমস্ত বস্তু তৈরি করুক;

11. শরীয়ত-তাঁবু, শরীয়ত-তাঁবুর তাঁবু, ছাদ, ঘুণ্টী, তক্তা, অর্গল, স্তম্ভ ও চুঙ্গি,

12. সিন্দুক ও তার বহন-দণ্ড, গুনাহ্‌ আবরণ ও ব্যবধানের পর্দা,

13. টেবিল, তার বহন-দণ্ড ও সমস্ত পাত্র, দর্শন-রুটি,

14. এবং আলোর জন্য প্রদীপ-আসন ও তার সমস্ত পাত্র, প্রদীপ ও প্রদীপের জন্য তেল,

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিজরত 35