ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিজরত 35:19-35 কিতাবুল মোকাদ্দস (BACIB)

19. এবং পবিত্র স্থানে পরিচর্যা করার জন্য সূক্ষ্ম কাজ-করা পোশাক, অর্থাৎ ইমাম হারুনের জন্য পবিত্র পোশাক ও ইমামের কাজ করার জন্য তার পুত্রদের পোশাক।

20. পরে বনি-ইসরাইলদের সমস্ত দল মূসার সম্মুখ থেকে প্রস্থান করলো।

21. আর যাদের অন্তরে প্রবৃত্তি ও মনে ইচ্ছা হল, তারা সকলে জমায়েত-তাঁবু নির্মাণের জন্য এবং তৎসম্বন্ধীয় সমস্ত কাজের ও পবিত্র পোশাকের জন্য মাবুদের উদ্দেশে উপহার আনলো।

22. পুরুষ ও স্ত্রী যত লোক ইচ্ছুক হল, তারা সকলে এসে বলয়, কুণ্ডল, আংটি ও হার, সোনার নানা রকম অলংকার আনলো। যে মাবুদের উদ্দেশে সোনার উপহার আনতে চাইল, সে আনলো।

23. আর যাদের কাছে নীল, বেগুনে, লাল ও সাদা মসীনা সুতা, ছাগলের লোম, পরিশোধিত ভেড়ার চামড়া ও শুশুকের চামড়া ছিল, তারা প্রত্যেকে তা আনলো।

24. যে রূপা ও ব্রোঞ্জের উপহার উপস্থিত করলো, সে মাবুদের উদ্দেশে সেই উপহার আনলো এবং কাজে ব্যবহার করার জন্য যার কাছে শিটীম কাঠ ছিল, সে তা নিয়ে আসল।

25. আর দক্ষ স্ত্রীলোকেরা নিজ নিজ হাতে সুতা কেটে, তাদের কাটা নীল, বেগুনে, লাল ও সাদা মসীনা সুতা আনলো।

26. যে সমস্ত স্ত্রীলোক তাদের দক্ষতা ব্যবহারে অনুপ্রাণিত হল তারা সকলে ছাগলের লোমের সুতা কাটলো।

27. নেতৃবর্গ এফোদের ও বুকপাটার জন্য গোমেদ ও অন্যান্য খচিত হবার মণি,

28. এবং প্রদীপের, অভিষেকের তেলের ও সুগন্ধি ধূপের জন্য গন্ধদ্রব্য ও তেল আনলেন।

29. বনি-ইসরাইল ইচ্ছাপূর্বক মাবুদের উদ্দেশে উপহার আনলো, মাবুদ মূসার মধ্য দিয়ে যা যা করতে হুকুম করেছিলেন, তার কোন কাজ করার জন্য যে পুরুষ ও স্ত্রীলোকদের অন্তরে ইচ্ছা হল তারা প্রত্যেকে উপহার আনলো।

30. পরে মূসা বনি-ইসরাইলদেরকে বললেন, দেখ, মাবুদ এহুদা-বংশীয় হূরের পৌত্র ঊরির পুত্র বৎসলেলের নাম ধরে ডাকলেন;

31. তিনি তাঁকে আল্লাহ্‌র রূহে— জ্ঞানে, বুদ্ধিতে, বিদ্যায় ও সমস্ত রকম শিল্প-কৌশলে পরিপূর্ণ করলেন,

32. যাতে তিনি কৌশলের কাজ কল্পনা করতে, সোনা, রূপা ও ব্রোঞ্জের কাজ করতে,

33. খচিত হবার মণি কাটতে, কাঠ খোদাই করতে ও সমস্ত রকম কৌশলযুক্ত শিল্পকর্ম করতে পারেন।

34. আর এই সমস্ত কাজ শিক্ষা দিতে তাঁর ও দান-বংশীয় অহীষামকের পুত্র অহলীয়াবের অন্তরে প্রবৃত্তি দিলেন।

35. তিনি খোদাই ও শিল্পকর্ম করতে এবং নীল, বেগুনে, লাল ও সাদা মসীনা সুতা দিয়ে সূচিকর্ম করতে ও তাঁতের কাজ করতে, অর্থাৎ যাবতীয় শিল্পকর্ম ও চিত্রকর্ম করতে তাঁদের অন্তর বিজ্ঞতায় পরিপূর্ণ করলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিজরত 35