ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিজরত 28:25-37 কিতাবুল মোকাদ্দস (BACIB)

25. আর পাকানো শিকলের দুই প্রান্ত সেই দুই জালিতে আট্‌কে দিয়ে এফোদের সম্মুখে দু’টি স্কন্ধপটির উপরে রাখবে।

26. তুমি সোনার দু’টি কড়া গড়ে বুকপাটার দুই প্রান্তে এফোদের সম্মুখস্থ ভিতরভাগে রাখবে।

27. আরও দু’টি সোনার কড়া গড়ে এফোদের দু’টি স্কন্ধপটির নিচে তার সম্মুখভাগে জোড়ার স্থানে এফোদের বুনানি করা পটুকার উপরে তা রাখবে।

28. তাতে বুকপাটা যেন এফোদের বুনানি করা পটুকার উপরে থাকে, এফোদ থেকে খসে না পড়ে, এজন্য তারা কড়াতে নীল রংয়ের সুতা দিয়ে এফোদের কড়ার সঙ্গে বুকপাটা আট্‌কে রাখবে।

29. যে সময়ে হারুন পবিত্র স্থানে প্রবেশ করবে, সেই সময় মাবুদের সম্মুখে নিয়মিতভাবে স্মরণ করাবার জন্য সে বিচার করার বুকপাটাতে ইসরাইলের পুত্রদের নাম তার বুকের উপরে বহন করবে।

30. আর সেই বিচার করার বুকপাটায় তুমি ঊরীম ও তুম্মীম [আলো ও সিদ্ধতা] দেবে; তাতে হারুন যে সময়ে মাবুদের সম্মুখে প্রবেশ করবে, সেই সময় হারুনের বুকের উপরে তা থাকবে এবং হারুন মাবুদের সম্মুখে বনি-ইসরাইলদের বিচার নিয়মিত ভাবে তার বুকের উপরে বইবে।

31. আর তুমি এফোদের সমস্ত পরিচ্ছদ নীল রংয়ের তৈরি করবে।

32. তার মাঝখানে মাথা প্রবেশ করাবার জন্য একটি বড় ছিদ্র থাকবে; বর্মের গলার মত সেই ছিদ্রের চারদিকে তন্তুবায়ের কৃত ধারি থাকবে, তাতে তা ছিঁড়বে না।

33. আর তুমি তার আঁচলায় চারদিকে নীল, বেগুনে ও লাল ডালিম করবে এবং চারদিকে তার মধ্যে মধ্যে সোনার ঘণ্টা থাকবে।

34. ঐ পরিচ্ছদের আঁচলায় চারদিকে একটি সোনার ঘণ্টা ও একটি ডালিম এবং একটি সোনার ঘণ্টা ও একটি ডালিম থাকবে।

35. আর হারুন পরিচর্যা করার জন্য এই পোশাক পরবে; তাতে সে যখন মাবুদের সম্মুখে পবিত্র স্থানে প্রবেশ করবে ও সেই স্থান থেকে যখন বের হবে, তখন ঘণ্টার আওয়াজ শোনা যাবে; তাতে সে মরবে না।

36. আর তুমি খাঁটি সোনার একটি পাত প্রস্তুত করে সীলমোহর খোদাই করার মত তার উপরে ‘মাবুদের উদ্দেশে পবিত্র’ কথাটি খোদাই করবে।

37. তুমি তা নীল সুতা দিয়ে বেঁধে রাখবে; তা পাগড়ীর উপর সম্মুখ-ভাগেই থাকবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিজরত 28