ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিজরত 21:30-32 কিতাবুল মোকাদ্দস (BACIB)

30. যদি তার জন্য কাফ্‌ফারা নির্ধারিত হয় তবে সে প্রাণের মুক্তির জন্য নির্ধারিত সমস্ত মূল্য দেবে।

31. তার গরু যদি কারো পুত্র বা কন্যাকে শিং দিয়ে আঘাত করে তবে ঐ বিচারানুসারে তার প্রতি করা হবে।

32. আর তার গরু যদি কারো গোলাম কিংবা বাঁদীকে শিং দিয়ে আঘাত করে তবে সে তার মালিককে ত্রিশ শেকল রূপা দেবে এবং গরুটিকে পাথর মেরে হত্যা করা হবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিজরত 21