ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিজরত 15:10-27 কিতাবুল মোকাদ্দস (BACIB)

10. তুমি নিজের বায়ু দ্বারা ফুঁ দিলে,সমুদ্র তাদেরকে আচ্ছাদন করলো;তারা প্রবল পানিতে সীসার মততলিয়ে গেল।  

11. হে মাবুদ, দেবতাদের মধ্যেকে তোমার মত?কে তোমার মত পবিত্রতায় আদরণীয়,প্রশংসায় বিস্ময়কর, আশ্চর্য ক্রিয়াকারী?

12. তুমি তোমার ডান হাত বাড়িয়ে দিলে,দুনিয়া ওদেরকে গ্রাস করলো।

13. তুমি যে লোকদের মুক্ত করেছ,তাদের তোমার অটল মহব্বত চালাচ্ছো,তুমি তোমার পরাক্রমে তাদেরতোমার পবিত্র নিবাসে নিয়ে যাচ্ছ।

14. সমস্ত জাতি এসব শুনলো,ভীষণ ভয়ে কাঁপতে লাগল,ফিলিস্তিন-নিবাসীরা আতঙ্কগ্রস্তহয়ে পড়লো।

15. তখন ইদোমের দলপতিরাভয়ে দিশেহারা হল;মোয়াবের নেতৃবর্গ কাঁপতে লাগল;কেনান-নিবাসী সকলে গলে গেল।

16. ত্রাস ও আশংকা তাদের উপরে পড়ছে;তোমার বাহুবলে তারা পাথরের মতস্তব্ধ হয়ে আছে;যাবৎ, হে মাবুদ, তোমার লোকেরাউত্তীর্ণ না হয়,যাবৎ তোমার ক্রয় করা লোকেরাউত্তীর্ণ না হয়।

17. তুমি তাদেরকে নিয়ে যাবে,তোমার অধিকার-পর্বতে রোপণ করবে,হে মাবুদ, সেখানে তুমি তোমারপবিত্র স্থান প্রস্তুত করেছ;হে মাবুদ, সেখানে তোমার হাতপবিত্র স্থান স্থাপন করেছে।

18. মাবুদ যুগে যুগে অনন্তকালরাজত্ব করবেন।

19. কেননা ফেরাউনের ঘোড়াগুলো তাঁর সমস্ত রথ ও ঘোড়সওয়ারেরা সহ সমুদ্রের মধ্যে প্রবেশ করলো, আর মাবুদ সমুদ্রের পানি তাদের উপরে ফিরিয়ে আনলেন; কিন্তু বনি-ইসরাইলেরা শুকনো পথে সমুদ্রের মধ্য দিয়ে গমন করলো।

20. পরে হারুনের বোন মহিলা-নবী মরিয়ম হাতে তম্বুরা নিলেন এবং তাঁর পিছনে পিছনে অন্য স্ত্রীলোকেরা সকলে তম্বুরা নিয়ে নৃত্য করতে করতে বের হল।

21. তখন মরিয়ম লোকদের কাছে গাইলেন,তোমরা মাবুদের উদ্দেশে গান কর;কেননা তিনি মহামহিমান্বিত হলেন;তিনি ঘোড়া ও ঘোড়সওয়ারকেসমুদ্রে নিক্ষেপ করলেন।  

22. আর মূসা ইসরাইলকে লোহিত সাগর থেকে এগিয়ে যেতে বললেন, তাতে তারা শূর মরুভূমিতে গমন করলো। আর তারা তিন দিন মরুভূমিতে যেতে যেতে পানি পেল না।

23. পরে তারা মারাতে উপস্থিত হল কিন্তু মারার পানি পান করতে পারল না, কারণ সেই পানি তিক্ত ছিল। এজন্য তার নাম মারা (তিক্ত) রাখা হল।

24. তখন লোকেরা মূসার বিরুদ্ধে অভিযোগ করে বললো, আমরা কি পান করবো?

25. তাতে তিনি মাবুদের কাছে কান্নাকাটি করলেন, আর মাবুদ তাঁকে একটা গাছ দেখালেন। তিনি তা নিয়ে পানিতে নিক্ষেপ করলে পানি মিষ্ট হল। সেই স্থানে মাবুদ ইসরাইলের জন্য বিধান ও শাসন নিরূপণ করলেন এবং তাদের পরীক্ষা নিলেন।

26. আর বললেন, তুমি যদি তোমার আল্লাহ্‌ মাবুদের কথায় সর্তকতার সঙ্গে মনোযোগ দাও, তাঁর দৃষ্টিতে যা ন্যায্য তা-ই কর, তাঁর হুকুম মান্য কর ও তাঁর সমস্ত বিধি পালন কর তবে আমি মিসরীয়দের যে সমস্ত রোগে আক্রান্ত করেছিলাম, সেসব রোগ দ্বারা তোমাকে আক্রমণ করতে দেব না; কেননা আমি মাবুদ তোমার সুস্থতাকারী।

27. পরে তারা এলীমে উপস্থিত হল। সেই স্থানে পানির বারোটি ফোয়ারা ও সত্তরটি খেজুর গাছ ছিল। তারা সেই স্থানে পানির কাছে শিবির স্থাপন করলো।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিজরত 15