ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিজরত 12:40-43 কিতাবুল মোকাদ্দস (BACIB)

40. বনি-ইসরাইলেরা চার শত ত্রিশ বছর মিসরে বাস করেছিল।

41. সেই চার শত ত্রিশ বছরের শেষে, ঐ দিনে, মাবুদের সমস্ত বাহিনী মিসর দেশ থেকে বের হল।

42. মিসর দেশ থেকে তাদেরকে বের করে আনবার দরুন এই রাত ছিল মাবুদের উদ্দেশে অতীব পালনীয় রাত। সমস্ত বনি-ইসরাইলের পুরুষানুক্রমে এই রাত মাবুদের উদ্দেশে অবশ্য পালনীয়।

43. আর মাবুদ মূসা ও হারুনকে বললেন, ঈদুল ফেসাখের কোরবানীর নিয়ম এই রকম; বিদেশী কোন লোক তা ভোজন করবে না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিজরত 12