ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হাবাক্কুক 3:10-19 কিতাবুল মোকাদ্দস (BACIB)

10. পর্বতমালা তোমাকে দেখে কেঁপে উঠলো,প্রচণ্ড জলরাশি বয়ে গেল,গহ্বর তার আওয়াজ উঁচুতে তুললো,তার ঢেউগুলো উপরে তুলল।

11. সূর্য ও চন্দ্র স্ব স্ব বাসস্থানে দাঁড়িয়ে থাকলো,তোমার দ্রুতগামী বাণগুলোর আলোতে,তোমার বজ্ররূপ বর্শার তেজে।

12. তুমি ক্রোধে ভূতল দিয়ে গমন করলে,কোপে জাতিদেরকে শস্যের মত মাড়াই করলে।

13. তুমি যাত্রা করলে, তোমার লোকদের উদ্ধার করার জন্য,তোমার অভিষিক্ত লোকের উদ্ধারের জন্য;তুমি দুষ্টের বাড়ির মাথা চূর্ণ করলে,গলা পর্যন্ত তার মূল অনাবৃত করলে।

14. তুমি তার যোদ্ধাদের মাথা তারই দণ্ড দ্বারা বিদ্ধ করলে;তারা ঘূর্ণিবাতাসের মত আমাকে ছিন্নভিন্ন করতে এসেছিল;তারা দুঃখীকে গোপনে গ্রাস করতে আনন্দ করতো।

15. তুমি তোমার ঘোড়ার পাল নিয়ে সমুদ্র দিয়ে গমন করলে।সেই মহাজলরাশি দিয়ে গমন করলে।

16. আমি শুনলাম, আমার অন্তর কাঁপতে লাগল,সেই শব্দে আমার ওষ্ঠাধর কেঁপে উঠলো,আমার অস্থিতে পচন প্রবেশ করলো,আমি স্বস্থানে কাঁপতে লাগলাম,কারণ আমাকে বিশ্রাম করতে হবে,সঙ্কটের দিনের অপেক্ষায়,যখন আক্রমণকারীরা আসবে লোকদের বিরুদ্ধে।

17. যদিও ডুমুর গাছ পুষ্পিত হবে না,আঙ্গুরলতায় ফুল ধরবে না,জলপাই গাছ ফলদানে ব্যর্থ হবে,ও ক্ষেতে খাদ্যদ্রব্য উপন্ন হবে না,খোঁয়াড় থেকে ভেড়ার পাল উচ্ছিন্ন হবে,গোয়ালে গরু থাকবে না;

18. তবু আমি মাবুদে আনন্দ করবো,আমার নাজাতের আল্লাহ্‌তে উল্লসিত হবো।

19. সার্বভৌম মাবুদ আমার বল,তিনি আমার চরণ হরিণীর চরণের মত করেন,তিনি আমার উচ্চস্থলীগুলো দিয়ে আমাকে চলাচল করাবেন।প্রধান বাদ্যকরের জন্য; আমার তারযুক্ত যন্ত্রে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হাবাক্কুক 3