ওল্ড টেস্টামেন্ট

নববিধান

সোলায়মান 2:1-6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. আমি শারোণের গোলাপ,উপত্যকার লিলি ফুল।----

2. যেমন কাঁটাবনের মধ্যে লিলি ফুল,তেমনি যুবতীদের মধ্যে আমার প্রিয়া।----

3. যেমন বনের গাছপালার মধ্যে আপেল গাছ,তেমনি যুবকদের মধ্যে আমার প্রিয়;আমি পরমহর্ষে তাঁর ছায়াতে বসলাম,তাঁর ফল আমার মুখে সুস্বাদু লাগল।

4. তিনি আমাকে পানশালাতে নিয়ে গেলেন,আমার উপরে প্রেমই তাঁর নিশান হল।

5. তোমরা কিস্‌মিসের পিঠা দ্বারা আমাকে সুস্থির কর,আপেল দ্বারা আমার প্রাণ জুড়াও;কেননা আমি প্রেম-পীড়িতা।

6. তাঁর বাম হাত আমার মাথার নিচে থাকে,তাঁর ডান হাত আমাকে আলিঙ্গন করে।----

সম্পূর্ণ অধ্যায় পড়ুন সোলায়মান 2