ওল্ড টেস্টামেন্ট

নববিধান

শুমারী 7:2-8 কিতাবুল মোকাদ্দস (BACIB)

2. সেদিন ইসরাইলের নেতৃবর্গ, পিতৃকুলপতিবর্গ উপহার আনলেন, এঁরা সমস্ত বংশের নেতা, এঁরা গণনা করা লোকদের জন্য নিযুক্ত ছিলেন।

3. তাঁরা মাবুদের উদ্দেশে উপহার হিসেবে ছয়টি আচ্ছাদিত গরুর গাড়ি ও বারটি বলদ, দু’জন নেতার জন্য একটি ঘোড়ার গাড়ি ও প্রত্যেক জনের জন্য একটি করে বলদ এনে শরীয়ত-তাঁবুর সম্মুখে উপস্থিত করলেন।

4. তখন মাবুদ মূসাকে বললেন,

5. তুমি তাদের থেকে সেগুলো গ্রহণ কর। সেগুলো জমায়েত-তাঁবুর সেবাকর্ম করার জন্য গ্রহণ করা হবে, আর তুমি সেসব লেবীয়দেরকে দেবে; একেক জনকে নিজ নিজ সেবাকর্ম অনুসারে দেবে।

6. পরে মূসা সেসব ঘোড়ার গাড়ি ও বলদ গ্রহণ করে লেবীয়দেরকে দিলেন।

7. গের্শোনীয়দেরকে তাদের সেবা-কর্ম অনুসারে দু’টি গরুর গাড়ি ও চারটি বলদ,

8. এবং মরারীয়দেরকে তাদের সেবা-কর্ম অনুসারে চারটি গরুর গাড়ি ও আটটি বলদ দিয়ে ইমাম হারুনের পুত্র ঈথামরের হাতে দিলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন শুমারী 7