ওল্ড টেস্টামেন্ট

নববিধান

শুমারী 7:11-18 কিতাবুল মোকাদ্দস (BACIB)

11. তখন মাবুদ মূসাকে বললেন, একেক জন নেতা একেক দিন কোরবানগাহ্‌ প্রতিষ্ঠার জন্য নিজ নিজ উপহার আনবে।

12. প্রথম দিনে এহুদা বংশজাত অম্মীনাদবের পুত্র নহশোন তার উপহার আনলেন।

13. তার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত ত্রিশ (শেকল) পরিমাণ রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাণ রূপার একটি বাটি, এই দু’টি পাত্র শস্য-উৎসর্গের জন্য তেল মিশানো মিহি সুজিতে পূর্ণ;

14. ধূপে পরিপূর্ণ দশ (শেকল) পরিমাণ সোনার একটি চামচ;

15. পোড়ানো-কোরবানীর জন্য একটি ষাঁড়, একটি ভেড়া, এক বছর বয়সের একটি ভেড়ার বাচ্চা;

16. গুনাহ্‌-কোরবানীর জন্য একটি ছাগল;

17. মঙ্গল-কোরবানীর জন্য দু’টি গরু, পাঁচটি ভেড়া, পাঁচটি ছাগল, এক বছর বয়সের পাঁচটি ভেড়ার বাচ্চা; এসব অম্মীনাদবের পুত্র নহশোনের উপহার।

18. দ্বিতীয় দিনে ইষাখরের নেতা সূয়ারের পুত্র নথনেল উপহার আনলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন শুমারী 7