ওল্ড টেস্টামেন্ট

নববিধান

শুমারী 7:1-4 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. যেদিন মূসা শরীয়ত-তাঁবু স্থাপন সমাপ্ত করলেন এবং তা অভিষেক ও পাক-পবিত্র করলেন, আর তার সঙ্গেকার সমস্ত জিনিস এবং কোরবানগাহ্‌ ও তৎসংক্রান্ত সমস্ত পাত্র অভিষেক ও পবিত্র করলেন,

2. সেদিন ইসরাইলের নেতৃবর্গ, পিতৃকুলপতিবর্গ উপহার আনলেন, এঁরা সমস্ত বংশের নেতা, এঁরা গণনা করা লোকদের জন্য নিযুক্ত ছিলেন।

3. তাঁরা মাবুদের উদ্দেশে উপহার হিসেবে ছয়টি আচ্ছাদিত গরুর গাড়ি ও বারটি বলদ, দু’জন নেতার জন্য একটি ঘোড়ার গাড়ি ও প্রত্যেক জনের জন্য একটি করে বলদ এনে শরীয়ত-তাঁবুর সম্মুখে উপস্থিত করলেন।

4. তখন মাবুদ মূসাকে বললেন,

সম্পূর্ণ অধ্যায় পড়ুন শুমারী 7