ওল্ড টেস্টামেন্ট

নববিধান

শুমারী 33:32-48 কিতাবুল মোকাদ্দস (BACIB)

32. বনেয়াকন থেকে যাত্রা করে হোর্‌-হগিদ্‌-গদে শিবির স্থাপন করলো।

33. হোর্‌ হগিদ্‌গদ থেকে যাত্রা করে যট্‌বাথাতে শিবির স্থাপন করলো।

34. যট্‌বাথা থেকে যাত্রা করে অব্রোণাতে শিবির স্থাপন করলো।

35. অব্রোণা থেকে যাত্রা করে ইৎসিয়োন-গেবরে শিবির স্থাপন করলো।

36. ইৎসিয়োন-গেবর থেকে যাত্রা করে সিন মরুভূমিতে অর্থাৎ কাদেশে শিবির স্থাপন করলো।

37. কাদেশ থেকে যাত্রা করে ইদোম দেশের প্রান্তস্থিত হোর পর্বতে শিবির স্থাপন করলো।

38. আর ইমাম হারুন মাবুদের হুকুম অনুসারে হোর পর্বতে উঠলেন এবং মিসর থেকে বনি-ইসরাইলদের বের হবার চল্লিশ বছরের পঞ্চম মাসের প্রথম দিনে সেই স্থানে ইন্তেকাল করলেন।

39. হোর পর্বতে হারুনের ইন্তেকালের সময়ে তাঁর এক শত তেইশ বছর বয়স হয়েছিল।

40. আর কেনান দেশের দক্ষিণ অঞ্চল নিবাসী কেনানীয় অরাদের বাদশাহ্‌ বনি-ইসরাইলদের আগমন সংবাদ শুনলেন।

41. পরে তারা হোর পর্বত থেকে যাত্রা করে সল্‌মোনাতে শিবির স্থাপন করলো।

42. সল্‌মোনা থেকে যাত্রা করে পূনোনে শিবির স্থাপন করলো।

43. পূনোন থেকে যাত্রা করে ওবোতে শিবির স্থাপন করলো।

44. ওবোৎ থেকে যাত্রা করে মোয়াবের প্রান্তস্থিত ইয়ী-অবারীমে শিবির স্থাপন করলো।

45. ইয়ীম থেকে যাত্রা করে দীবোন-গাদে শিবির স্থাপন করলো।

46. দীবোন-গাদ থেকে যাত্রা করে অল্‌মোন-দিব্লাথয়িমে শিবির স্থাপন করলো।

47. অল্‌মোন-দিব্লাথয়িম থেকে যাত্রা করে নবোর সম্মুখস্থিত পর্বতময় অবারীম অঞ্চলে শিবির স্থাপন করলো।

48. পর্বতময় অবারীম অঞ্চল থেকে যাত্রা করে জেরিকোর নিকটবর্তী জর্ডানের কাছে মোয়াবের উপত্যকাতে শিবির স্থাপন করলো;

সম্পূর্ণ অধ্যায় পড়ুন শুমারী 33